সোমনাথ মিত্র, তারকেশ্বর: আজ শিবরাত্রি (Maha Shivratri 2024)। মহা সমারোহে শিবপুজোর আয়োজন। সেই উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন তারকেশ্বর মন্দিরে। আজ সারারাত খোলা থাকবে তারকেশ্বর মন্দির (Tarakeshwar Temple)। চতুর্দশীর তিথি ধরে বিশেষ পুজো অর্চনা হবে তারকেশ্বর মন্দিরে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন।
মহা সমারোহে শিবপুজোর আয়োজন: দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত ভিড় জমিয়েছেন তারকেশ্বর মন্দিরে। দুধ, গঙ্গাজল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল নিয়ে শিব পুজোর ব্যস্ততা সকাল থেকেই। সারারাত ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। বেলা যত বাড়ছে তত ভক্তের ভিড় বাড়ছে তারকেশ্বরে। শিবরাত্রি উপলক্ষে কোনও ভোগ নিবেদন করা হয় না তারকেশ্বর মন্দিরে। ফল, ঘি, মধু, ছানা,দুধ ,দধি নিবেদন করা হয় শিবকে। শুধুমাত্র সেই সময়ে ভক্তদের প্রবেশ বন্ধ থাকে মন্দিরের গর্ভগৃহে। বিশুদ্ধ পঞ্জিকা মতে রাত ৯.৫৮ মিনিটে শিব চতুর্দশী পড়ছে। সেই সময়ের পর তারকেশ্বর মন্দিরে হবে শিবরাত্রির বিশেষ পুজো বিধি।
তারকেশ্বর পুরোহিত মণ্ডলির সভাপতি সন্দীপ চক্রবর্তী বলেন, “প্রত্যেক বছরের মতো এবারেও লক্ষাধিক মানুষের সমাগম হবে তারকেশ্বরে। শিব চতুর্দশী পড়লে তারকেশ্বর মঠ ও মিশনের মোহন্ত মহারাজ শিবরাত্রি বিহিত বিশেষ পুজো করবেন। এদিন সকাল থেকে ভিড় ভক্তদের। তারকেশ্বর মন্দিরে আসা এক ভক্ত বলেন, এখানে আসা মানে একটা শান্তি ,একটা তৃপ্তি। জল, দু,ধ বেলপাতা, আখের রস, আকন্দ ফুল দিয়ে পুজো করলাম। খুব ভালো লাগছে। আরেক ভক্ত সৌমি পাল জানান, “শিবরাত্রি ব্রতের প্রথম বছরেই তারকেশ্বরে আসতে পেরে খুব ভাল লাগছে।’’ শিবরাত্রি উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। মন্দির চত্বরে পুলিশ মোতায়েনের পাশাপাশি তারকেশ্বর দুধপুকুরে নজরদারি চালাচ্ছে পুলিশ। রয়েছে স্পিডবোট।
অন্যদিকে, শিবরাত্রি উপলক্ষে বর্ধমানের ১০৮ শিবমন্দিরে চলছে চুড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। ভিড় জমিয়েছেন জেলা ও জেলার বাইরে থেকে বহু পুণ্যার্থী। এছাড়া ভিন রাজ্যে থেকেও ভক্তরাও এসেছেন। ভক্তরা এই ১০৮ শিব মন্দিরে ঢুকে শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করেন। শিবরাত্রি উপলক্ষে ৯ দিনের মেলা বসে মন্দির এলাকায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Road Accident News: পৃথক জেলায় দুর্ঘটনায় মৃত ২, জখম ৬; পুলিশকে দেহ তুলতে বাধা-বিক্ষোভ