CTET Exam:  কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে চাকরি করতে চান, শিক্ষকতা করতে চান ? তাহলে আপনাকে সি-টেট পরীক্ষায় পাশ করতেই হবে। প্রতি বছর দু'বার সারা দেশে আয়োজিত হয় এই সি-টেট পরীক্ষা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এই পরীক্ষা আয়োজন করে। মূলত জুলাই ও ডিসেম্বর মাসে এই পরীক্ষা আয়োজিত হয়। এবার ২০২৪ সালের প্রথম পরীক্ষা (CTET July 2024) অর্থাৎ জুলাই মাসের সি-টেটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হল সম্প্রতি। সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হয়েছে আর সেখানেই মিলবে রেজিস্ট্রেশনের লিঙ্কও।


কবে পরীক্ষা


আগামী ৭ জুলাই ২০২৪ তারিখে সারা দেশজুড়ে ১৩৬টি শহরে মোট ২০টি ভাষায় আয়োজিত হবে সি-টেট বা সেন্ট্রাল টেট পরীক্ষা। টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট। মূলত দুটি শিফটে হবে এই পরীক্ষা। প্রথম শিফটে থাকবে পেপার ২ এবং পরের শিফটে থাকবে পেপার ১। সকাল ৯.৩০টা থেকে ১২.০০টা পর্যন্ত হবে প্রথম শিফটের পরীক্ষা আর পেপার ১-এর পরীক্ষার (CTET July 2024) হবে দুপুর ২টো থেকে বেলা ৪.৩০ পর্যন্ত।


কবে থেকে শুরু রেজিস্ট্রেশন


৭ মার্চ অর্থাৎ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে জুলাই ২০২৪-এর সি-টেট (CTET July 2024) পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই রেজিস্ট্রেশন চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, এই পরীক্ষার জন্য আবেদনের ফি জমা দেওয়ার শেষদিনও আগামী ২ এপ্রিল।  


কীভাবে রেজিস্ট্রেশন করবেন 


সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের একটি ডিরেক্ট লিঙ্ক দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদনের ফি জমা করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদনের ফি জমা করার একটি রিসিপ্ট সংগ্রহ করে ডাউনলোড করে নিতে হবে প্রার্থীকে।


আবেদনের ফি


এই পরীক্ষার (CTET July 2024) জন্য পেপার ১ কিংবা পেপার ২ এককভাবে পরীক্ষা দিতে গেলে আবেদনকারীকে দিতে হবে ১০০০ টাকা (অসংরক্ষিত বা ওবিসি প্রার্থীদের জন্য ) আর তাঁরা যদি দুটি পেপারই একত্রে দিতে চান সেক্ষেত্রে দিতে হবে ১২০০ টাকা। অন্যদিকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি কিংবা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য এই আবেদনের ফি ৫০০ টাকা (যে কোনও একটি পেপারের জন্য) আর দুটি পেপারের জন্য একত্রে ৬০০ টাকা।


পরীক্ষার কাঠামো


মূলত যে সমস্ত প্রার্থী প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াতে চান, তাঁদের ক্ষেত্রে পেপার ১-এর পরীক্ষা দিতে হবে আর যারা ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পরীক্ষা দিতে চান তাঁদের পেপার-২ এর পরীক্ষায় বসতে হবে।


আরও পড়ুন: IAS Success Story: IIT-তে পড়তে পড়তেই UPSC-র প্রস্তুতি, ৭ বছরের শ্রমে মিলল সাফল্য


Education Loan Information:

Calculate Education Loan EMI