কলকাতা: মহারাষ্ট্রের পরিস্থিতি  নিয়ে এ বার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন তিনি (Mamata on Maharashtra Crisis)। মমতার অভিযোগ, সামনে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022)। কিন্তু সংখ্যায় পিছিয়ে রয়েছে বিজেপি। তাই মহারাষ্ট্রে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রে শামিল হয়েছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিজেপি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ। আজ মহারাষ্ট্রে (Maharashtra Political Crisis) হচ্ছে, কাল অন্য রাজ্যেও বিজেপি একই খেলা দেখাবে, যা গণতান্ত্রিক দেশে কাম্য নয় বলে মত মমতার। 


রাষ্ট্রপতি নির্বাচনের আগে মহারাষ্ট্রে সরকার ফেলায় হাত বিজেপি-র!


বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। মমতা বলেন, "সামনে রাষ্ট্রপতি নির্বাচন। পূর্ণ সম্মান জানিয়েই বলছি, ১ লক্ষের বেশি ভোট কম পড়ছে বিজেপি-র। তাই অনৈতিক ভাবে, অসাংবিধানিক ভাবে, হাওয়ালার টাকা দিয়ে মহারাষ্ট্রে সরকার ফেলার উদ্যোগ শুরু হয়েছে। সিবিআই, ইডি সবাইকে গ্রেফতার করে। আমার দলেরই ২০০ জনকে নোটিস দিয়েছে, যারা অভিযুক্তই নয়। অথচ বিজেপি টাকা বিলিয়ে সব কিছু ঘটিয়ে চলেছে, টাকা খরচের কোনও সীমা নেই ওদের, সেটা কি হাওয়ালা নয়? এটা দুর্নীতি নয়?"


আরও পড়ুন: Maharashtra Political Crisis: 'অনাসৃষ্টি'র জোট ছেড়ে ফের পদ্মের দিকে! ভেবে দেখতে রাজি শিবসেনা


শিবসেনার বিদ্রোহী বিধায়করা গুজরাত হয়ে এই মুহূর্তে আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে ঘাঁটি গেড়েছেন। সেখানে তৃণমূলের তরফে বিক্ষোভও দেখানো হয়েছে বৃহস্পতিবার। সেই নিয়ে মমতা বলেন, "একটা বড় দল টাকার বিনিময়ে লোকজনকে কিনে নিচ্ছে। অসমকে দোষ দিই না। ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত গোটা রাজ্য। সেই সময় মানুষকে সাহায্য় করার বদলে কেন্দ্র বিরক্ত করছে অসম সরকারকে। বিধায়ক কেনাবেচার কাজে লাগিয়ে দিয়েছে। এই বিধায়কদের বাংলায় পাঠিয়ে দিন না! আতিথেয়তা জানি আমরা। গণতন্ত্র কীভাবে রক্ষে করতে হয়, দেখে নেব। মহারাষ্ট্রে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ভারতে আদৌ  গণতন্ত্র রয়েছে কিনা, সন্দেহ হচ্ছে আমার। কোথায় গণতন্ত্র? মানুষ কোথায় বিচার পাচ্ছেন? গণতন্ত্রের উপর দিয়ে বুলডোজার চালানো হচ্ছে। আমরা দেশের সংবিধান, নির্বাচনী রাজনীতির জন্য সুবিচার চাই। সুবিচার চাই উদ্ধব ঠাকরের জন্য।"


বিজেপি-র টাকা নিয়ে কেন তদন্ত নয়, প্রশ্ন মমতার


এর আগেও বিধায়ক কেনাবেচা করে একাধিক রাজ্যে সরকার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কটেও তাদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। মমতার বক্তব্য, "আজ মহারাষ্ট্রে হচ্ছে, কাল অন্য রাজ্যেও হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্যই এই ফন্দি। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি চরম সঙ্কটে। প্রতিবাদ করলেই বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। ক্ষমতায় রয়েছে বলে টাকার বল, পেশিশক্তি দিয়ে খেলছে। কিন্তু একদিন এ সবের কিছুই থাকবে না। তাই বলব, গণতন্ত্রকে এ ভাবে শেষ করবেন না। মহারাষ্ট্র সরকারের জন্য সুবিচার চাইছি আমি। গণতন্ত্রের জন্য এটা কাম্য নয়।"