কলকাতা: বড়পর্দায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় আর তারপরেই ম্যাজিক। এবার জিতু কমলের (Jeetu Kamal) ছবি দেশ ছাড়িয়ে পাড়ি দিল বিদেশে। অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত 'অপরাজিত' (Aparajito) দেখানো হবে ইউএই-তে। ইউএই-র তিনটি শহরে মুক্তি পেতে চলেছে এই ছবি। আগামী ২৬ মে থেকে দুবাই, শারজা ও আবু ধাবিতে মুক্তি পাবে 'অপরাজিত'। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার সাতটি শহরেও মুক্তি পেতে চলেছে এই ছবি। শোনা যাচ্ছে ইউরোপের বেশ কিছু শহরেও দেখা যাবে 'অপরাজিত'। ১ জুলাই ইংল্যান্ডে মুক্তি পাচ্ছে 'অপরাজিত'।


এই ছবি আক্ষরিক অর্থেই যেন 'অপরাজিত'। অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ও জিতু কামাল (Jeetu Kamal), সায়নী ঘোষ (Saayoni Ghosh) অভিনীত এই ছবি মুক্তির আগে থেকেই একের পর এক কারণে শিরোনামে থেকেছে। ছবি মুক্তির পর ভূয়সী প্রশংসা পেয়েছে। শুধু তাই নয়, আইএমডিবিতে (IMDb) বিশ্বের সমস্ত সিনেমার মধ্যে ট্রেন্ডিং 'অপরাজিত'।


আরও পড়ুন: Samrat Prithviraj: বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ 'সম্রাট পৃথ্বীরাজ', কার ঘাড়ে দায় চাপালেন আদিত্য চোপড়া?


IMDb-এর নিয়ম অনুযায়ী, কোনও ছবি যদি মুক্তির দুই থেকে তিন দিনের মধ্যে ২০০০ ভোট পেয়ে যায় তাহলে তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে। সেই তালিকায় নিজের জায়গা করে নিয়েছে 'অপরাজিত'। একইসঙ্গে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হিসাবে 'অপরাজিত' এই বছরের প্রথম বাংলা ছবি যা আইএমডিবি ওয়ার্ল্ড সিনেমার র‍্যাঙ্কিংয়েও নিজের জায়গা করে নিয়েছে। তালিকায় এই ছবির রেটিং ৩৫০৯।


কিংবদন্তি আর কিংবদন্তির সৃষ্টির গল্প সাদায় কালোয় পর্দায় তুলে ধরেছেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। সেই ছবির সংলাপের মতোই এখন দলে দলে বাঙালি সত্যজিতের আকর্ষণে ছুটছেন প্রেক্ষাগৃহে। ছবিতে 'পথের পদাবলী' ছবির উদ্দেশে সংলাপ ছিল, 'এই ছবি না দেখলে নাকি সভ্য সমাজে মুখ দেখানো যাবে না।' কার্যত সেই সংলাপই যেন বাস্তবে রুপান্তরিত হয়েছে 'অপরাজিত'-র ক্ষেত্রে।