সোমনাথ মিত্র, হুগলি: আজ শিবরাত্রি (Shiv Ratri)। রীতি-রেওয়াজ মেনে, উপবাস করে ভোলে বাবার কৃপাপ্রার্থনায় মগ্ন ভক্তরা। দেশের বিখ্যাত সব শৈবতীর্থে, শিবালয়ে সকাল থেকেই উপচে পড়ছে ভিড়। পঞ্জিকা মতে সন্ধ্যা ৬.০৩ মিনিটের পর কৃষ্ণ চতুর্দশী পড়ছে। তারপরেই শুরু হবে শিবরাত্রী উপলক্ষ্যে বিশেষ পুজা অর্চনা।
আজ সকাল থেকেই শৈবতীর্থ তারকেশ্বরে (Tarakeshwar) ভক্তের ভিড়। দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে বাবা তারকানাথের মাথায় জল ঢালতে লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। আজ সারাদিন, সারারাত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। সন্ধ্যায় চতুর্দশী তিথি পড়লে ভক্ত সমাগম আরও বাড়বে তারকেশ্বর মন্দিরে।
কথায় আছে,"ক্ষ্যাপার চোদ্দ, ক্ষেপির আট" মেনে চললে মানুষের মঙ্গল হয়। ক্ষ্যাপার চোদ্দ মানে আজ শিব চতুর্দশী, আর ক্ষেপির আট মানে দুর্গা অষ্টমী। অর্থাৎ অষ্টমীতে মায়ের চরণে অঞ্জলি দিতে যেমন প্যান্ডেলে ভিড় জমে তেমনি আজ শিব চতুর্দশীতে ভোলানাথের কাছে শ্রদ্ধা জানাতে তারকেশ্বর মন্দিরে ভিড় জমান মানুষেরা। আজকের এই বিশেষ দিনের কথা জানালেন তারকেশ্বর মন্দিরের পুরোহীত মন্ডলীর সভাপতি সন্দীপ চট্টোপাধ্যায়।
কথিত দেবাদিদেব মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল আজকের দিনে। তাই আজকের দিনটিকে শিবরাত্রি হিসাবে পালন করা হয়। যদিও পুরাণের অন্য গ্ৰন্থে শিবরাত্রির দিনটির অন্য ব্যাখা দেওয়া আছে। মূলত পরিবারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় পুরুষ ,মহিলা নির্বিশেষে শিবরাত্রি ব্রত পালন করেন। সারাদিন উপবাস থেকে শিবের মাথার জল, ফুল, বেলপাতা ঢালেন ভক্তরা। আর এতেই শিবের আশীর্বাদ বর্ষিত হয় পরিবারের সকল সদস্যদের মাথায়, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। মিটে যায় দুঃখ, দুর্দশা। ফিরে আসে সুখ, শান্তি।
আরও পড়ুন, বৈদ্যনাথ ধামে শিব ছুঁলে অনুভূত হয় রাবণের আঙুলের চিহ্ন! দ্বাদশ জ্যোতির্লিঙ্গে শুরু বিশেষ পুজো
তাই আজকের এই বিশেষ দিনে রাজ্যের সর্ব বৃহৎ শৈব তীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তদের ভিড়। স্থানীয় মানুষ ছাড়াও দূরদূরান্ত থেকে প্রচূর মানুষ ভিড় জমিয়েছেন মন্দিরে। গর্ভগৃহে প্রবেশ করে বাবার মাথায় জল ঢেলে মনস্কামনা জানাচ্ছেন ভক্তরা। বাবার মাথায় জল ঢালার পর এক ভক্ত পিয়ালী ঘোষাল বলেন, উপবাস থেকে সবাই মিলে পরিবারের সুখ শান্তি কামনায় বাবার মাথায় জল, ফুল, আকন্দফুলের মালা, বেলপাতা ঢাললাম। প্রচুর ভিড় হয় আজকের দিনে, তাই সকাল সকালই জল ঢালতে চলে এলাম।
তারকেশ্বর পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চট্টোপাধ্যায় জানান, আজকে ভোগ আরতি ও সন্ধ্যা আরতি বন্ধ থাকে। রাত ৯টার সময় শিবরাত্রীর উপলক্ষ্যে তারকেশ্বর মঠ ও মন্দিরের মহোন্ত মহারাজ বিশেষ পুজো অর্চনা করার সব কিছু নিবেদন করা হয়। শিবরাত্রী উপলক্ষ্যে চার প্রহরে চারবার পুজো করা হয়। কেউ তার প্রার্থিব মনস্কামনা, সন্ন্যাসী তার জাগতিক মনস্কামনা-সহ যে যার মতো মনস্কামনা জানায় ভোলানাথকে।