কলকাতা: বিধানসভা ভোটের আগে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার বিশেষ সাংগঠনিক বৈঠক। সিঙ্গুরে বিজেপির বৈঠকে তুমুল বচসা। বৈঠকে আমন্ত্রণ না পেয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ বিজেপির একাংশের। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সামনেই উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় শমীক ভট্টাচার্যকেও। আজ সিঙ্গুরে একাধিক সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠকে। বৈঠক শুরুর আগে উত্তেজনা ছড়ায়। 

Continues below advertisement


এদিকে, মহেশতলায় বৈঠকের মধ্যেই ২ বিজেপি নেতার তুমুল ঝগড়া। এক নেতা গরম চা ছুড়লেন অন্য নেতার দিকে। গরম চা চোখে পড়ে আহত বিজেপি নেতা সঞ্জীব সেন। আহত বিজেপি নেতা সঞ্জীব সেন হাসপাতালে চিকিৎসাধীন। গরম চা ছোড়ায়, বিজেপি নেতা অভিজিৎ সর্দারের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের। 


শুক্রবার রাতে মহেশতলার নুঙ্গি স্টেশন সংলগ্ন পার্টি অফিসে চলছিল বিজেপির বৈঠক। অভিযোগ, বৈঠক চলাকালীন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে বেশ কয়েকজন কর্মীর তর্কাতর্কি হয়। বৈঠক থেকে বেরিয়ে বিজেপির বস্তি উন্নয়ন সেলের আহ্বায়ক সঞ্জীব সেনকে লক্ষ্য করে গরম চা ছুড়ে মারেন তিনি। 


আক্রান্ত বিজেপি কর্মী সঞ্জীব সেন বলেন, 'ওর ২ টো না ৩টে সিকিওরিটি ছিল। সিকিওরিটি নিয়ে এসে আমাকে বলছে দেখে নেব। তোকে একমাসের মধ্যে আমি এই করব, সেই করব। এই করে, হাতে একটা গরম চা ছিল। একদম গরম ফুটন্ত চা। একদম আমার চোখের মধ্য়ে ছুড়ে মারল। চোখে ছুড়ে মারার পর আমি সঙ্গে সঙ্গে ধোঁয়াশা দেখছি। দেখতে দেখতে পড়েও যাই।' 


বেহালার বিদ্যাসাগর হাসপাতালে গিয়ে চিকিৎসা করান আহত বিজেপি নেতা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। 


ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার বলেন, 'আমরা চা খাচ্ছিলাম। চা খাওয়ার সময় হঠাৎ আবার একটা ক্যাওস শুরু হয় এবং সঞ্জীব সেন এগিয়ে আসে আমার দিকে। আমাকেও ওরা টানে, সঞ্জীব সেনকেও একদল টানে। টেনে দু'জনকে সরিয়ে দেয়। আমার হাতে চা ছিল, অনেকের হাতে চা ছিল। চা টা এর গায়ে পড়ে, আমার গায়েও পড়ে।'             


মহেশতলা থানায় অভিযোগ জানিয়েছেন আহত বিজেপি নেতা।