পার্থপ্রতিম ঘোষ, মহেশতলা : মহেশতলায় মহিলার রহস্যমৃত্যু ! বাড়ির কাছেই গলির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক মহিলার দেহ। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিল্পী বিবি। তিনি পেশায় নার্স। মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী। জানা গিয়েছে, এই মহিলা মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার দিন তাঁর স্বামী বাইরে ছিলেন, রাত দু'টো নাগাদ স্বামীকে খুঁজতে বের হন শিল্পী বিবি। এরপর কখন, কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে তাঁর বাড়ির সামনের একটি গলি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যে বাড়ির সামনে থেকে শিল্পীর দেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার স্বামীকেও। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা খুন করতে পারেন শিল্পীকে, কেনই বা খুন করা হল তাঁকে, মৃতার স্বামীর কারওর উপর সন্দেহ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার দিন মৃতার স্বামী কোথায় ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। 

জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগৎপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রাই প্রথম শিল্পী বিবির দেহ দেখতে পান এবং পুলিশের খবর দেন তাঁরাই। মহিলা নিজের বাড়ির কাছেই একটি গলিতে পড়ে ছিলেন নিথর হয়ে। গলায় ওড়না পেঁচানো ছিল তাঁর। মৃতার পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে নার্স হিসেবে কাজ করতেন শিল্পী। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, শিল্পীর স্বামী কোনও কাজে বাড়ির বাইরে ছিলেন। তাঁকে খুঁজতেই রাত ২টো নাগাদ বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন তিনি। এরপর আড়াইটে নাগাদ শিল্পীর বাড়ির কাছেই একটি গলিতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই জানিয়েছেন, শিল্পীর গলায় ওড়না পেঁচানো ছিল। কে বা কারা শিল্পীর এ হেন পরিণতির জন্য দায়ী তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। এখনও পুলিশের তরফে এই নার্সের মৃত্যুর কারণ বা সময় সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।