অনির্বাণ বিশ্বাস, মহেশতলা : স্বামীকে খুঁজতে গিয়ে খুন হয়ে গেলেন মহেশতলার বাসিন্দা তরুণী গৃহবধূ। শিল্পী বিবি নামে পেশায় নার্স ওই তরুণী ভোররাত ২টো নাগাদ স্বামীকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে বাড়ির কাছেই গলির মধ্যে গলায় ওড়না পেঁচানো, সংজ্ঞাহীন অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিল্পীকে। বাড়ির সামনেই তিনি কীভাবে খুন হলেন? কে বা কারা তাঁকে খুন করল? উঠছে প্রশ্ন। কলকাতা লাগোয়া মহেশতলায় একজন মহিলা পাড়ার মধ্যে যদি নিরাপদে না থাকতে পারেন, তাহলে শহর কিংবা শহরতলির মহিলাদের নিরাপত্তা কোথায়?
মহরম উপলক্ষে বাচ্চাদের নিয়ে শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃতার স্বামী শেখ নাসির আলি। বাড়ির কাছেই বাটামোড়ে গিয়েছিলেন তিনি। রাত ২টো পর্যন্ত তাঁর সঙ্গে স্ত্রীর কথাও হয়। কিন্তু তারপরও স্বামীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর খোঁজে বেরিয়েছিলেন স্ত্রী। পাড়ার মধ্যেই মাত্র কয়েক মিনিট হেঁটেছিলেন। তারপরেই ভয়ঙ্কর পরিণতি হল তাঁর। রাত আড়াইটে নাগাদ স্বামীর কাছে ফোন যায়, পাড়ারই একটি বাড়ির পিছনে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী।
এই মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে, বাড়ি থেকে কয়েক মিনিট দূরে খুন হল, কিন্তু কেউ কিছু টের পেলেন না কেন? খুনের আগে মহিলা চিৎকার করেননি? জোর করে তাঁর মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল? খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার কল রেকর্ড খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। পুলিশ সূত্রে খবর, এলাকায় সিসি ক্যামেরা না থাকায় পারিপার্শ্বিক প্রমাণের উপরেই ভরসা করতে হচ্ছে তাঁদের।
মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগৎপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রাই প্রথম শিল্পী বিবির দেহ দেখতে পান এবং পুলিশের খবর দেন তাঁরাই। মহিলা নিজের বাড়ির কাছেই একটি গলিতে পড়ে ছিলেন নিথর হয়ে। গলায় ওড়না পেঁচানো ছিল তাঁর। মৃতার পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে নার্স হিসেবে কাজ করতেন শিল্পী। শনিবার রাত আড়াইটে নাগাদ শিল্পীর বাড়ির কাছেই একটি গলিতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই জানিয়েছেন, শিল্পীর গলায় ওড়না পেঁচানো ছিল। কে বা কারা শিল্পীর এ হেন পরিণতির জন্য দায়ী তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।