করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) গাজোলের পর এবার কালিয়াচকে (Kaliachak) যকের ধনের হদিশ মিলল। এক পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লক্ষ টাকা (Money) উদ্ধার করল রাজ্য পুলিশের (West Bengal Police) এসটিএফ (STF)। টাকার সঙ্গে মাদক কারবারের যোগ রয়েছে বলে দাবি পুলিশ সূত্রে। ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এসটিএফ সূত্রে খবর, রাজস্থানে কর্মরত শ্রমিক মহিদুর শেখের প্রতিবেশী মাদক কারবারি রয়্যাল শেখ। মহিদুরের স্ত্রীকে ভয় দেখিয়ে তাঁর ঘরে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে বাধ্য করেছিল রয়্যাল শেখের স্ত্রী ফতেমা বিবি।                                                                     


এও জানা গিয়েছে, জেলবন্দি রয়্যাল শেখ কি স্ত্রীর মাধ্যমেই মাদকের কারবার চালাত? খতিয়ে দেখছে পুলিশ। গতকাল মহিদুরের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৬ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হয় মাদক কারবারি রয়্যাল শেখ। জেলবন্দি দুষ্কৃতীর স্ত্রী ফতেমা বিবিকেই টাকা উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে দেখিয়ে মামলা রুজু করেছে পুলিশ।


প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর, গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়  প্রায় দেড় কোটি টাকা। এবার কালিয়াচকে এক শ্রমিকের বাড়িতে মিলছে যকের ধন! গোপন সূত্রে খবর পেয়ে শনিবারই ভিনরাজ্যের শ্রমিক, কালিয়াচকের বাসিন্দা মহীদুর শেখের বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের এসটিএফ। মহীদুর রাজস্থানে নির্মাণ শ্রমিকের কাজ করেন বলে খবর পুলিশ সূত্রে। তিনি বাড়িতে ছিলেন না।


আরও পড়ুন, 'দেশে শক্তিশালী নেতা না থাকলে, শহরে শহরে আফতাব তৈরি হবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিমন্ত বিশ্বশর্মার


পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট, হাওড়ায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি, গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে শুরু করে, শিবপুরে পাণ্ডে ব্রাদার্সের গ্যারাজ ও ফ্ল্যাট। সাম্প্রতিককালে পরপর টাকার পাহাড়ের হদিশ মিলেছে রাজ্যে। এবার সেই তালিকায় যুক্ত হল মালদার পরিযায়ী শ্রমিকের বাড়িও।