অভিজিৎ চৌধুরী, মালদা: অঙ্গনওয়াড়ি ভবন ভেঙে নিজের জন্য় দোতলা বাড়ি তৈরির অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায়, তাঁকে বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে অন্য়ত্র বদলি করল প্রশাসন। যদিও শিক্ষিকার দাবি, অভিযোগ মিথ্য়া। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে দাবি।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে শিশুদের প্রাথমিক পাঠ, মিড ডে মিল দেওয়ার কথা। অন্তঃসত্ত্বাদের পুষ্টিকর খাবার দেওয়ার কথা। সেখানেই দোতলা অট্টালিকা বাড়ি তৈরি করেছেন শিক্ষিকা।
মালদার হরিশ্চন্দ্রপুরের মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ তালসুর গ্রামে, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা, সাইনুর খাতুনের বিরুদ্ধে উঠেছিল এমনই অভিযোগ। গ্রামবাসীদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে সেখানে বাড়ি বানিয়েছেন শিক্ষিকা। এখান থেকে কোনও পরিষেবাই পাওয়া যেত না বলে অভিযোগ গ্রামবাসীদের। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিডিওর কাছে অভিযোগ জানান। তারই জেরে এবার অন্য়ত্র বদলি করা হল অভিযুক্ত শিক্ষিকাকে। প্রশাসনের তরফে জাননো হয়েছে, বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে অন্য় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাঁকে বদলি করা হয়েছে।
কী অভিযোগ:
বিক্ষোভকারী মহম্মদ হাবির বলেন, 'অঙ্গনওয়াড়ির ভবন ভেঙে দোতলা বাড়ি তৈরি করেছে। বাচ্চাদের জন্য রান্না হচ্ছে না। বাচ্চাদের এবং মায়েদের বসার জায়গা নেই। কেউ কিছু বলতে গেলে উনি অপমান করে তাড়িয়ে দেন।' যদিও এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত শিক্ষিকা। তাঁর দাবি, সম্প্রতি আবাস যোজনার তালিকা যাচাইয়ের কাজ করেন তিনি। তাতে যাঁদের নাম বাদ গেছে, তাঁরাই ষড়যন্ত্র করে এই অভিযোগ তুলছে।
অভিযুক্ত শিক্ষিকা বলেন, 'যারা অভিযোগ করছে মিথ্যা অভিযোগ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সমীক্ষার কাজে আমি যুক্ত ছিলাম। সেই সময় আমাকে বলেছিল তালিকা থেকে কারো নাম বাদ গেলে আমাকে ফাঁসাবে। আমি তাই সমীক্ষা করতে চেয়েছিলাম না। এটা চক্রান্ত করা হচ্ছে।'
বিজেপির অভিযোগ:
মালদা বিজেপি জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়া বলেন, 'বাংলা জুড়ে চারিদিকে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। কারণ এই তৃণমূল সরকার কাউকে কোন পরিষেবা দিতে পারছে না। কেন্দ্র সরকার বাচ্চাদের খাওয়ানোর জন্য টাকা পাঠাচ্ছে। সেই টাকা আত্মসাৎ করে এরা বাড়ি গাড়ি তৈরি করছে।' পাল্টা বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান।
আরও পড়ুুন: পুর আধিকারিককে মারধর, মামলা দায়ের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে