করুণাময় সিংহ, মালদা: ফের চিটফান্ডের অভিযোগ। লক্ষ লক্ষ টাকার প্রতারণা। পাওনা টাকার দাবি তোলায় এক মহিলা এজেন্টকে খুনের চেষ্টারও অভিযোগ। কাঠগড়ায় চিটফান্ড কর্তা। ঘটনাস্থল মালদার (Malda) চাঁচল। অভিযুক্ত চিটফান্ড কর্তা পলাতক। গোটা ঘটনায় তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।


কী ভাবে প্রতারণা:
রাজ্যে ফের চিটফান্ড (Chit Fund) প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ, বিদেশি সংস্থার নাম করে বছর দেড়েক ধরে বাজার থেকে লক্ষ লক্ষ টাকা তোলেন চাঁচলের বাসিন্দা ফারুক প্যাটেল। ৫০০ টাকা জমা দিলে দেড়মাস পর থেকে তিন দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা ও এককালীন ভাতা হিসেবে ২ হাজার টাকা মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। এই প্রতিশ্রুতি দিয়ে গত দেড়বছরে তোলা হয় লক্ষ লক্ষ টাকা। টাকা তোলার জন্য বহু এজেন্ট নিয়োগ করা হয়। প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েছেন বহু গরিব, নিম্নবিত্ত মানুষ। টাকা রোজগারের আশায় এজেন্টের কাজও নিয়েছেন বহু লোক। তাঁরাও পড়েছেন বিপাকে। হরিশ্চন্দ্রপুরের এক মহিলা এজেন্টের দাবি, সম্প্রতি গ্রাহকরা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। সেই কারণেই শনিবার সংস্থার কর্তা ফারুক প্যাটেলের কাছে টাকা চাইতে যান তিনি। অভিযোগ, তখনই তাঁকে মারধর করে বের করে দেন অভিযুক্ত।


অভিযোগকারী এজেন্টের দাবি, 'ওঁর কথা মতো টাকা তুলেছি। সবাই রিটার্ন চাইছে। মালিকের কাছে চাইতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।' অভিযুক্তের বাড়ি তালাবন্ধ। বাড়ির সামনে ধর্নায় বসেন ওই মহিলা এজেন্ট। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর তিনি ধর্না তুলে নেন। 


এদিকে, চিটফান্ডের কারবার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। চাঁচলের বিজেপির (BJP) মন্ডল পর্যবেক্ষক প্রসেনজিৎ শর্মা বলেন, 'শাসক দলের মদতেই প্রতারণা চক্রের বাড়বাড়ন্ত হচ্ছে। গজিয়ে উঠছে একের পর এক চিটফান্ড।' চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক অমিতেশ পাণ্ডে বলেন, 'বিজেপির অভিযোগ ভিত্তিহীন। টর্চ দিয়ে খুঁজে যাদের পাওয়া যায় না তাদের অভিযোগ করা মানায় না।'


এই ঘটনায় চিটফান্ড সংস্থার কর্ণধারের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, আর্থিক প্রতারণা-সহ একাধিক অভিযোগে চাঁচল থানায় মামলা রুজু হয়েছে। 


আরও পড়ুন: ২৬০ থেকে ১১৪০, পুরকরে বিপুল লাভ, ক্ষুব্ধ রানাঘাটের বাসিন্দারা