করুমাময় সিংহ, মালদা: সাধারণ সরকারি কোনও অনুষ্ঠানের প্যান্ডেলের রং হয় নীল-সাদা। কিন্তু এখানে বদলে গিয়েছিল রং। নীল-সাদার বদলে প্যান্ডেলের রং হয়েছে গেরুয়া। আর সেই কারণেই আচমকা বাতিল হয়ে গিয়েছে দুয়ারে সরকারের (Duyare Sarkar) ক্যাম্প। এমনটাই অভিযোগ উঠল মালদার (Malda) গাজোলে। তৃণমূল ও স্থানীয় ব্লক প্রশাসনের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে গাজোলে। এর ফলে বুধবার সকালে ক্যাম্পে এসে চরম হয়রানির শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা, এমনটাও অভিযোগ উঠেছে।


সাধারণত, একটা গোটাদিন লাগে দুয়ারে সরকারের (Duare Sarkar Camp) ক্যাম্পে এসে কাজ করার জন্য। ফলে অনেকেই সেদিনের রোজগার ফেলে এসে দুয়ারে সরকারের ক্যাম্পে কাজে আসেন। এমনটাই ছবি দেখা গিয়েছে গাজোলেও। মালদার গাজোলের বাসিন্দা দিলীপ মণ্ডল বলেন, 'একদিনের ৫০০ টাকা মার গেল। কী হবে। আগেই বলত। আমরা আসতাম না। এই হয়রানির কি দরকার ছিল। খাবার কি মমতা দেবে, না কে দেবে...।' সমস্যার কথা শুনিয়েছেন গাজোলেরই আরেক বাসিন্দা মায়া সরকার। তাঁর অভিযোগ, 'জন দেওয়া কামাই করে, লক্ষ্মীর ভান্ডার জমা দিতে এসেছি। বারবার জমা দিচ্ছি, হচ্ছে না। কেন বাতিল হল?' 


বুধবার থেকে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল মালদার (Malda) গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না এলাকায়। কিন্তু অভিযোগ, সবকিছু হয়ে যাওয়ার পর হঠাৎ প্রশাসনের তরফে বাতিল করে দেওয়া হয় ক্যাম্প। ৩০ আসনের আলাল গ্রাম পঞ্চায়েতে এবার জয়ী হয়েছে বিজেপি। 


তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে যে কোনও সরকারি অনুষ্ঠান বা কর্মসূচিতেই প্যান্ডেলের রং নীল-সাদা করা হয়ে থাকে। তেমনই দুয়ারে সরকার কর্মসূচির ক্ষেত্রেও প্যান্ডেলের রং হয়ে থাকে নীল-সাদা। কিন্তু দেখা গেল, গাজোলের আলাল পঞ্চায়েতে রাজ্য সরকারের অন্যতম এই কর্মসূচির প্যান্ডেলের রং বদলে হয়ে গেছে গেরুয়া ও সাদা। এই অবস্থায় বিজেপির (BJP) গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগ, মঙ্গলবার রাতে স্থানীয় বিডিও-র তরফ থেকে ফোন করে বলা হয়, গেরুয়া কাপড় না সরালে ক্যাম্প করা সম্ভব হবে না। আলাল গ্রাম পঞ্চায়েত এবং বিজেপি নেত্রী উমা মণ্ডল বলেন, 'রাতে বিডিও সাহেবের মাধ্যমে জানানো হয়েছে ক্যানসেল। কারণ জানানো হয়নি। কোনও সরকারি কর্মী আসেনি। ময়নাতে যাতে না হয়, সেই চেষ্টা করছে। কালকে ফোন এসেছিল বিডিও সাহেবের। বলছিল প্যান্ডেলে অরেঞ্জ দেওয়া হয়েছে। বলেছিল সেটা না সরালে ক্যানসেল করে দেব। আমার রং সম্পর্কে কিছু বলা হয়নি। বিজেপির প্রধান হয়েছি, তাই এত হ্যারাস হতে হচ্ছে।'


প্রশ্ন উঠছে, কোন রঙের কাপড়ের প্যান্ডেল হবে, সেই ভিত্তিতে কি কোনও সরকারি কর্মসূচি বাতিল করা যায়? এই প্রশ্নের উত্তরে ভিন্ন সুর ধরা পড়েছে, স্থানীয় প্রশাসন ও জেলা তৃণমূল নেতৃত্বের গলায়।


একদিকে বিজেপির (BJP) পঞ্চায়েত প্রধানের অভিযোগ উড়িয়ে গাজোলের বিডিও-র দাবি, ময়না এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বাতিলের নেপথ্যে প্যান্ডেলের রঙের কোনও বিষয় নেই। বৃষ্টি ও সরকারি কর্মীর অভাবেই কারণেই ক্যাম্প বাতিল করা হয়েছে। দু'দিন পর আবার দুয়ারে সরকারের ক্যাম্প বসবে। কিন্তু জেলা তৃণমূল (TMC) নেতৃত্বের দাবি, সরকারি নিয়ম মেনে নীলসাদা রঙের প্যান্ডেল না করার কারণেই বাতিল হয়েছে কর্মসূচি।


সব স্তরের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। কিন্তু অভিযোগ, প্যান্ডেলের রং নিয়ে বিতর্কের জেরে বাতিল হয়েছে সরকারি কর্মসূচি। বাসিন্দাদের প্রশ্ন, ক্যাম্প বাতিলের জেরে মানুষের যে চরম হয়রানি হল, তার দায় কে নেবে?


আরও পড়ুন: মোটা টাকার বিনিময়ে রেলে চাকরির টোপ ! বর্ধমানে CIB-র খবরের ভিত্তিতে গ্রেফতার ৭ অভিযুক্ত