করুণাময় সিংহ, মালদা : পুরাতন মালদার (Old Malda) ১৫ নম্বর ওয়ার্ডে ৭০ বছরের এক ব্যক্তিকে খুনের তদন্তে সিআইডির সাহায্য নিল জেলা পুলিশ। বৃহস্পতিবার নিজের বাড়িতে খুন হন ওই ব্যক্তি। আজ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন সিআইডি’র ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা (Finferprint Expert)। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পরিচিত কেউ থাকতে পারে খুনের পিছনে।
তদন্তে সিআইডি
বাগুইআটির দুই কিশোরের খুনের ঘটনায় তদন্তে নেমেছে CID। ১৮ দিন পালিয়ে বেড়ানোর পর শুক্রবার গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। এবার মালদায় এক ব্যক্তিকে খুনের ঘটনার তদন্তেও CID-র সাহায্য নিল জেলা পুলিশ (Police)। শনিবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন CID-র ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা।
বাড়িতে খুন বৃদ্ধ, টাকা ছিনতাই
গত বৃহস্পতিবার পুরাতন মালদার ১৫ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লির বাসিন্দা, ৭০ বছরের গুণমনি শীল খুন হন। ওই ব্যক্তি ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। সন্ধেয় তাঁর ছেলে ঘরে ফিরে দেখতে পান, বাবার রক্তাক্ত দেহ বিছানায় পড়ে রয়েছে। ঘরের অবস্থা ছিল লন্ডভন্ড। আলমারি খোলা। ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। দেহে মেলে একাধিক ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন। তদন্ত শুরু করে মালদা থানার পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয় ২টি ধারাল অস্ত্র। মৃতে.র ছেলে পার্থসারথি শীল বলেছেন, 'বাবাকে যারা খুন করেছে, তাদের শাস্তি চাই। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হোক।'
পুলিশ কী জানাচ্ছে
জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর, তদন্ত করছে জেলা পুলিশ। তদন্তে সাহায্য করবে CID। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুনের ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে। সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য CID-র সাহায্য নেওয়া হচ্ছে। নিহতের ঘর ও ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে CID-র ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। লুঠের উদ্দেশ্য, নাকি পুরনো শত্রুতা- খুনের মোটিভ কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে, শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে মেধাবী ছাত্রের রহস্যমৃত্যু (Mysterious Death)। সাতসকালে ছাদ থেকে উদ্ধার হল দ্বাদশ শ্রেণির পড়ুয়ার রক্তাক্ত দেহ, গলায় আঘাতের চিহ্ন। খুন না কি অন্য কোনও রহস্য? এখনও ধন্দে পুলিশ। বাগুইআটিতে, দশম শ্রেণির পড়ুয়া, দুই কিশোরের খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এবার মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে (Raghunathganj) দ্বাদশ শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হল রহস্য!
আরও পড়ুন- অতীতেও হামলা ছাত্রনেতা আনিস খানের ভাইয়ের উপর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের