করুণাময় সিংহ, মালদা: পুরভোটের (WB Municipal Polls 2022) আগে ফের উত্তেজনা ইংরেজবাজারে (English Bazar News)। সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় তৃণমূলকে (TMC) কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির (BJP)।একই সঙ্গে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সামনে এসেছে। সেই মর্মে অভিযোগ দায়ের হয়েছে মালদা সদর মহকুমা শাসকের কাছে। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে।


মালদার (Malda News) ইংরেজবাজার পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেখানে বিদায়ী কাউন্সিলর কাকলি চৌধুরীকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। ওই ওয়ার্ডে আবার নয় নম্বরও য়ার্ডের বিদায়ী কাউন্সিলর সঞ্জয় শর্মাকে দাঁড় করিয়েছে বিজেপি। তাঁর ফ্লেক্সই পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।


তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলেও সম্প্রতি অভিয়োগ করেন সঞ্জয়। এ বার তাঁর দাবি, তৃণমূলের লোকজন ফ্লেক্স খুলে পুড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “তৃণমূল প্রার্থী সারা বছর এলাকায় কোনও কাজ করেননি। এখন অনিশ্চয়তায় ভুগছেন। তাই এ সব করছেন। কর্মীদের ভয় দেখানো হচ্ছে। ভয় দেখানো হচ্ছে আমাদের কর্মীদের।”


আরও পড়ুন: Diamond Harbour News: সরিষাহাট বাজারে কুপিয়ে খুন এক ব্যক্তিকে, পালাতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু ১ দুষ্কৃতীরও


আট নম্বর ওয়ার্ডের পাশাপাশি ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মৌসুমি মিত্র তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। সেখানে তৃণমূলের প্রার্থী সুজিত সাহা। বিজেপি-র অভিযোগ, তৃণমূল প্রার্থী এবং তাঁর সমর্থকরা বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে। ভোটের প্রচারে বাধা দিচ্ছে। সব ফ্লেক্স, ব্যানার খুলে দেওয়া হচ্ছে। এ নিয়ে নির্বাচন কমিশনে (State Election Commission) লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বিজেপি-র তরফে।


তৃণমূল যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, “সংগঠন বলতে বিজেপির কিছু নেই। মানুষ সরে দাঁড়িয়েছেন। বিজেপি-র কাছে মানুষ নেই, কর্মী নেই, তাই ভোটর প্রচারে বেরোতে পারছেন না। কোনও উপায় না দেখে তাই এই ধরনের অপপ্রচার করা হচ্ছে।”