করুণাময় সিংহ, মালদা : রং বিতর্কের পর এবার সরকারি কর্মীদের অনুপস্থিতি বিতর্ক। সরকারি কর্মীরা না আসায় মালদার (Malda ) গাজোলে ময়না এলাকায় হল না দুয়ারে সরকার ক্যাম্প। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ ক্ষুব্ধ গ্রামবাসীদের। অবরোধ তুলতে লাঠিচার্জ করার অভিযোগ পুলিশের (Police) বিরুদ্ধে। এদিন ক্যাম্প হওয়ার কথাই ছিল না, হবে ১৭ তারিখ, দাবি প্রশাসনের। 


স্থানীয়দের দাবি, কথা ছিল দুয়ারে আসবে সরকার। কিন্তু এলেন না ব্লক দফতরের আধিকারিকরাই। যার জেরে ক্যাম্প না হওয়ায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। জাতীয় সড়ক অবরোধ ক্ষুব্ধ গ্রামবাসীদের। পুলিশের বিরুদ্ধে উঠেছে লাঠিচার্জ করার অভিযোগ। সব মিলিয়ে, রং বিতর্কের পর এবার সরকারি কর্মীদের অনুপস্থিতির অভিযোগ ঘিরে, রণক্ষেত্র হয়ে উঠল মালদার গাজোলের (Gajol) ময়না এলাকা। 


গত বুধবার দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) হওয়ার কথা ছিল, আলাল গ্রাম পঞ্চায়েত এলাকার ময়না প্রাইমারি স্কুলে। তৈরি হয়েছিল প্যান্ডেলও। কিন্তু অভিযোগ, সবকিছু হয়ে যাওয়ার পর বিজেপির হাতে থাকা গ্রাম পঞ্চায়েত এলাকার ওই ক্যাম্প প্রশাসনের তরফে বাতিল করে দেওয়া হয় ! গেরুয়া শিবিরের অভিযোগ, প্যান্ডেল গেরুয়া রঙের করাতেই বাতিল করা হয় সরকারি কর্মসূচি। যদিও বিডিও দাবি করেন, কর্মীর অভাবেই বাতিল হয়েছে ক্যাম্প। 


এই পরিস্থিতিতে এলাকায় উত্তেজনা ছড়ায় শুক্রবারও। স্থানীয়দের দাবি দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা থাকলেও আসেননি ব্লক দফরের কোনও আধিকারিক। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। শুরু হয় বচসা এলাকাবাসীদের অভিযোগ, অবরোধ তুলতে না চাইলে লাঠিচার্জ করে পুলিশ। এই অভিযোগ ঘিরে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। 


পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসেন জয়েন্ট বিডিও। ১৭ তারিখ ক্যাম্প হবে এই আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিনের ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশাসন সূত্রে দাবি, এদিন এই এলাকায় ক্যাম্প হওয়ার কথাই ছিল না। তাহলে কার কথায় এত মানুষ স্কুলে জড়ো হলেন? প্রশ্ন উঠছে।                 


আরও পড়ুন- 'বাংলায় আসুন, শিল্প গড়ুন, জমির কোনও অভাব হবে না', স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial