করুণাময় সিংহ, মালদা : মালদার (Malda) মানিকচকে বিধ্বংসী গঙ্গা। গোপালপুর অঞ্চলে ফের শুরু হয়েছে ব্যাপক ভাঙন। উত্তর হুকুমতটোলায় গতকাল বিকেল থেকে পাড় ভাঙতে শুরু করেছে। চোখের পলকে গঙ্গা গর্ভে (Ganga Erosion) তলিয়ে যাচ্ছে গাছপালা, বাঁশ ঝাড়। তড়িঘড়ি এলাকা ছাড়ছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে ইংরেজবাজারের ভবানীপুর গ্রামে। নদী বাঁধের একাংশ ক্ষতিগ্রস্ত। জলের তোড়ে বাঁধ ভেঙে গেলে উত্তর হুকুমতটোলা, দক্ষিণ হুকুমতটোলা, কামালতিপুর-সহ একাধিক গ্রাম পুরোপুরি প্লাবিত হওয়ার আশঙ্কা। ভাঙন আটকাতে প্রশাসনের তৎপরতা এখনও চোখে পড়েনি।
কিছুদিন আগেই মালদার মানিকচকে (Manikchak) ফের গঙ্গায় ভাঙন দেখা গিয়েছিল। গোপালপুর অঞ্চলে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছিল। প্রবল বৃষ্টিতে গঙ্গার জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গেই ফের ভাঙনের কবলে মানিকচকের এই এলাকা। ভিটেবাড়ি ও চাষের জমি হারানোর আশঙ্কায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে ভাঙন মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। ভাঙন রুখতে সরকার কী করছে, জানতে চেয়ে মালদার মানিকচকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রবল বৃষ্টিতে গঙ্গার জলস্তর বাড়ায়, মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সহবতটোলা গ্রামে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার (South 24 Pargans) গারুলিয়ায় গঙ্গার সৌন্দর্যায়ন প্রকল্পে পাড় বাঁধানোর উদ্যোগ বিপদ বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের। ৮ নম্বর ওয়ার্ডের কাঙালিঘাট এলাকায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আস্ত বাড়ি। বাসিন্দারা না থাকায় রক্ষা। এতেই শেষ নয় বিপদ। আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। আতঙ্কে ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার। স্থানীয় কাউন্সিলরের দাবি, একে পুরনো বাড়ি, তার ওপর টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই ঘটনা।
আরও পড়ুন- 'পঞ্চায়েত ভোটে তৃণমূল রক্ত নিয়ে কী খেলাই না খেলেছে, সেটাও দেশ দেখেছে', তীব্র আক্রমণ মোদির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন