জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা : প্রথমে গলার নলি কেটে, তারপর কুপিয়ে খুন ! জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়ল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বজবজে। আর যে ঘটনার সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতার !
ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। আর কয়েক ঘণ্টার মধ্যেই জোড়া খুনের ঘটনায় বজবজ পুরসভার (Budge Budge Municipality) সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি-সহ সাতজনকে গ্রেফতার করল পুলিশ । মৃত মাধব পুরকায়স্থ এলাকায় মাছ ও মাংসের ব্যবসা করতেন।গণেশ নস্কর নামে তাঁর এক সঙ্গীর রক্তাক্ত মৃতদেহও উদ্ধার হয়েছে এদিন। মৃতের পরিবারের দাবি, শুক্রবার রাত ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন মাধব পুরকায়স্থ এবং তাঁর সঙ্গী গণেশ নস্কর। অভিযোগ, সেইসময় তাঁদের রাস্তায় আটকায় দুষ্কৃতীরা। এরপর এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয় দু'জনকে।
এই ঘটনায় অভিযোগের তির বজবজ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি অসীম বৈদ্য ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। মৃতের স্ত্রীর দাবি, আগে একসঙ্গেই জমি কেনাবেচার কাজ করতেন মাধব ও অসীম। তাঁদের বাড়িতেও অবাধ যাতায়াত ছিল তৃণমূল (TMC) নেতার। কিন্তু বছরখানেক আগে বনিবনা না হওয়ায়, নিজে আলাদা ব্যবসা শুরু করেন মাধব। অভিযোগ, এরপর থেকেই তাঁকে মারার হুমকি দিচ্ছিলেন অসীম বৈদ্য।
এই ঘটনায় পুলিশের (Police) ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা। এই ঘটনায় শুক্রবার তৃণমূলের বুথ সভাপতি অসীম-সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের বুথ সভাপতি অসীম বৈদ্য তাঁর এক সঙ্গীকে নিয়ে পূজালির রাজীবপুর খেয়াঘাট থেকে নৌকায় চড়ে হাওড়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁদের পাকড়াও করে।
আরও পড়ুন- 'পঞ্চায়েত ভোটে তৃণমূল রক্ত নিয়ে কী খেলাই না খেলেছে, সেটাও দেশ দেখেছে', তীব্র আক্রমণ মোদির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন