কলকাতা: চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার জন্য ৪৭ বছর পর প্রথম চন্দ্র-অবতরণ করতে চলেছে রাশিয়ার লুনা। চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের ২৫ দিনের মাথায় চাঁদে নভোযান লুনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। শুক্রবার ২টো ১১ নাগাদ  মস্কো থেকে ৫৫৫০ কিলোমিটার পূর্বে ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়। 


উৎক্ষেপণের পরে ভোস্টোচনি কসমোড্রোমে রাশিয়ান গবেষকরা জানিয়েছেন, 'আমরা ২১ অগাস্টের জন্য অপেক্ষা করছি। আশা করি যে চাঁদে একটি অত্যন্ত সুনির্দিষ্ট অঞ্চলে সফলভাবে সফট ল্যান্ডিং করতে পারব।' এদিকে, চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩ একা নয়, আরও একাধিক কার্যকলাপ চলছে সেখানে। প্রায় ছ'টি লুনার অরবিটরস কাজ করছে সেখানে৷ 


নাসার Lunar Reconnaissance Orbiter (LRO), আর্টেমিস-এর THEMIS mission repurposed, India's Chandrayaan-2 এর অরবিটার রয়েছে সেখানে, এছাড়াও Korea Pathfinder Lunar Orbiter (KPLO) এবং Nasa’s Capstone ও চাঁদের কক্ষপথে চরকিপাক খেয়ে চলেছে। এদের পাশ কাটিয়েই চাঁদের মাটিতে ল্যান্ড করতে হবে চন্দ্রযানকে। জ্যামে ফেঁসে যাওয়ার বিপদও একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। তবে কীভাবে এই নভোযানজট এড়িয়ে পৌঁছন যায় সেই চিন্তাতেই মগ্ন ইসরো।


আরও পড়ুন, আকাশ ছুঁয়ে দেখার অভীপ্সা, মহাকাশে এবার মানুষ পাঠাবে ISRO, অগাস্ট-সেপ্টেম্বরেই শুরু ট্রায়াল


ইসরো জানিয়েছে, আগে থেকে চন্দ্রযান-৩ এর জন্য যে অরবিট রিডাকশন ম্যান্যুভার পরিকল্পনা করা হয়েছিল সেই পথেই সফলভাবে অগ্রসর হয়েছে ভারতের মহাকাশযান। যেকোনও স্পেসফ্লাইট বা মহাকাশযানের ক্ষেত্রে অরবিটাল ম্যান্যুভার বলতে বোঝায় ওই মহাকাশযানের অরবিট বা কক্ষপথ পরিবর্তনের জন্য প্রপালশন সিস্টেমের ব্যবহার। চন্দ্রযান-৩ এর ক্ষেত্রে এই অরবিট রিডাকশন ম্যান্যুভার বা প্রপালশন সিস্টেম ব্যবহার করে একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গিয়ে, বলা ভাল কক্ষপথ পরিবর্তনের মাধ্যমে চাঁদের আরও কাছাকাছি পৌঁছে যাবে মহাকাশযানটি।


মাইক্রোব্লগিং সাইট 'এক্স'-এ ইসরোর তরফে জানান হয় চন্দ্রযান-৩ এর যাত্রাপথের বিষয়ে। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেন, 'চন্দ্রযান-৩ এখনও পর্যন্ত সঠিকভাবেই কাজ করছে। সমস্ত যন্ত্র, বোর্ডের সিস্টেমগুলি ঠিক মতো তাঁদের কাজ করে চলেছে। পরিকল্পনা অনুযায়ী, আমরা এখনও পর্যন্ত চাঁদের কক্ষপথ পরিবর্তন করে করে মাটির কাছাকাছি আনতে সক্ষম হয়েছি। আপাতত কোনও বিচ্যুতি ঘটেনি। আশা করছি যে এটি ঠিকই থাকবে।' 


ইসরোর তরফে জানানো হয়েছে চন্দ্রযান-৩ এর কক্ষপথ কমে এখন 174 km x 1437 km অবস্থানে এসেছে। পরবর্তী পর্যায়ের orbit reduction manoeuvre হবে আগামী ১৪ অগস্ট। আর চূড়ান্ত পর্যায়ের অর্থাৎ পঞ্চম orbit reduction manoeuvre প্রক্রিয়া সম্পন্ন হবে ১৬ অগস্ট। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান ৩। আগামী ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে এই মহাকাশযান সফট ল্যান্ডিং করার কথা।