করুণাময় সিংহ, মালদা: এবার মালদায় সাইবার প্রতারণা ঘটনা। মালদার মানিকচকে (Malda Cyber Fraud) সাইবার প্রতারণার শিকার হলেন এক কলেজ ছাত্রী। সরকারি নার্সিং কোর্সে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ২ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারি নার্সিং কোর্সে সুযোগ পাওয়ার লোভে পরিবারকে না জানিয়েই টাকা দিয়ে দিয়েছিলেন ওই ছাত্রী। এমন অবস্থায় ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে দাবি পরিবারের। বিষয়টি জানতে পেরে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। তাদের আরও অভিযোগ, প্রতারকের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকী আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই দাবি পরিবারের। এই পরিস্থিতিতে পুলিশের কাছে সাহায্যের আবেদন করেছে কলেজ ছাত্রীর পরিবার।
মানিকচকের লালবাথানি এলাকার বাসিন্দা পেশায় চাষি বিপিন সরকার। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে পরিবার। সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার। জানা গিয়েছে, গত বছর জিএনএম ও এএনএম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেন বিউটি। কিন্তু সেইসময় তিনি উত্তীর্ণ হতে পারেননি। গত বছর ডিসেম্বর মাসে তাঁর কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ওই ব্যক্তি নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয় বলে অভিযোগ। সেই ব্যক্তি নাকি বিউটিকে জানায় যে নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে প্রথমে ২৫০০ টাকা অনলাইনে পাঠিয়ে নাম নথিভুক্ত করতে হবে। প্রথমে বিউটি রাজি হননি, বারবার আশ্বাস পাওয়ায় পরে কোর্সে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা পাঠান তিনি। তারপর থেকেই শুরু হয় সেই প্রতারণার চক্র। পরে অনলাইন ক্লাস এবং নোটস নেওয়ার জন্য তাঁর কাছে আরও টাকা চাওয়া হয়। এমন প্রতারণার শিকার হয়ে ভেঙে পড়েছেন বিউটি। এদিন তিনি বলেন, তাঁর কাছে থাকা স্কলারশিপের প্রায় ৩০ হাজার টাকা এবং তাঁর বাবার দেওয়া প্রায় দেড় লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সেই প্রতারককে পাঠিয়েছেন। পরে কাজ না হওয়ায় ওই ব্যক্তির থেকে টাকা ফেরত চাইলে সে নানারকম হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি আরও টাকা না দিলে বিভিন্ন রকম অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে জানায় সেই প্রতারক। বিষয়টি কিছুদিন আগে সামনে এসেছে পরিবারের। তারপর মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বিউটির মা সরস্বতী সরকার বলেন, 'এ বিষয়ে কিছুই জানতাম না। জমির ফসল বিক্রি করা সমস্ত টাকা মেয়ের কাছেই থাকতো। কিছুদিন আগে ওর কাছে টাকা চাইলে ও জানায় ওঁর কাছে টাকা নেই। তারপরই বাড়ির বৌমার কাছে বিষয়টি জানতে পারি। কিন্তু মেয়ে এই ধরনের চক্রে জড়াবে তা কোনওদিন ভাবেনি। প্রায় ১ লক্ষ ৮২ হাজার টাকা প্রতারণা হয়েছে মেয়ের সঙ্গে। আরও টাকা চাইছে সেই প্রতারক। মেয়ে এখন ভয়ে মানসিক অবসাদে ভুগছে।'
আরও পড়ুন: 'শুধু সন্দেশখালিতে নয়, সারা বাংলায় ঝড় উঠবে', ফের হুঁশিয়ারি মোদির