বারাসত, উত্তর ২৪ পরগনা: আরামবাগ, কৃষ্ণনগরের সভার মতোই বারাসত থেকেও সন্দেশখালি ইস্যুতে (PM on Sandeshkhali Issue) তৃণমূল সরকারকে চাঁছাছোলা আক্রমণে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Attacks TMC)।


এই বাংলার ভূমি নারীশক্তির (PM Modi on Women Empowerment)  অনেক বড় প্রেরণার কেন্দ্র। এই মাটি মা সারদা, রানি রাসমণি, ভগিনী নিবেদিতা, সরলা দেবী, কল্পনা দত্ত, প্রীতিলতাদের। কিন্তু এখানেই তৃণমূলের রাজত্বে মহিলাদের উপর অত্যাচার করে ঘোর পাপ হয়েছে। সন্দেশখালিতে যা হয়েছে, তাতে প্রত্যেকের মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে। কিন্তু তৃণমূল সরকারের তাতে কিছু যায়-আসে না।'


সন্দেশখালির ঘটনায় সরাসরি রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোদি (PM Modi on Tmc)। তাঁর তোপ, 'তৃণমূল সরকার অভিযুক্তকে বাঁচাতে সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিয়েছে। কিন্তু হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। অত্যাচারী নেতাদের উপর তৃণমূলের ভরসা আছে, কিন্তু বাংলার মায়েদের উপর ভরসা নেই।' মোদির হুঁশিয়ারি, 'মহিলাদের এই আক্রোশ শুধু সন্দেশখালিতে নয়, সারা বাংলায় ঝড় উঠবে।'


এবার লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে থেকেই বিজেপি সমাজের যে যে ভাগ করে তার উপর বেশি নজর দিয়েছে। তাদের মধ্যে একটি হল দেশের নারী সমাজ। ভোটবাক্সে তৃণমূলকে হারাতে বাংলার নারীশক্তির উপর যে বিজেপি ভরসা করছে তা স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদি। তাঁর হুঁশিয়ারি, 'তৃণমূলকে পরাস্ত করতে বাংলার নারীশক্তি বেরিয়ে পড়েছে। তোষণ আর তোলাবাজদের চাপে তৃণমূল সরকার মা-বোনেদের কখনও সুরক্ষা দিতে পারবে না।' পাল্টা নারীসুরক্ষা প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। মোদি (PM Modi on Women Security) বলেন, 'বিজেপি সরকার, ধর্ষণের অপরাধীদের ফাঁসির সাজার ব্যবস্থা করেছে।' এই বক্তব্য় রাখতেই হাততালির ঝড় বয়ে যায় জনসভায়। 


'বেটি বাঁচাও বেটি পড়াও', উজ্জ্বলা যোজনার প্রসঙ্গ তুলে তৃণমূলকে তোপ দাগেন মোদি। বাংলার মানুষের কাজ করতে চাইলেও তৃণমূল সরকার তাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ মোদির। মা বোনেদের ছোট ছোট সমস্যা দূর করতে চায় বিজেপি সরকার, বারাসতের সভা থেকে আশ্বাস মোদির।  'বাংলার মহিলাদের সুবিধা, রোজগার ও সশক্তিকরণ মোদির গ্যারান্টি', বারাসতের জনসভা থেকে আশ্বাস মোদির। বারাসতের সভা থেকে সংসদে মহিলাদের সংরক্ষণ থেকে তিন তালাক রদ- মোদির মুখে ঘুরেফিরে এল সবই। 


'বাংলায় টিএমসির নামে গ্রহণ রয়েছে তার জন্য বাংলায় উন্নতি হচ্ছে না', তোপ মোদির। শুধু তৃণমূল না, I.N.D.I.A- জোটের সব শরিককেই তুলোধনা মোদির।


আরও পড়ুন: 'বাংলার প্রত্যেক মা-বোন আমার পরিবার', বিশ্ব নারী দিবসের আগে বাংলার মেয়েদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা