অভিজিৎ চৌধুরী, মালদা: একটু রংয়ের হেরফের হলে তিমি বলে ভ্রম হতে বাধ্য। আড়ে-বহরেও নেহাত কম নয়। কিন্তু কাছে গেলে ভুল ভাঙে। শান বাঁধানো মাছের বাজারে খানিকটা আলুথালু অবস্থাতেই পড়েছিল সে। আর তাকে ঘিরে চারিদিকে উৎসাহী মানুষের ভিড়। সাতসকালে এমনই দৃশ্য চোখে পড়ল মালদায়। থলে নিয়ে বাজার করতে এসে বিশালাকৃতির বাঘার মাছ দেখে থমকে দাঁড়ালেন সকলে (Big Fish Caught)।


মাছের বাজারে খানিকটা আলুথালু অবস্থাতেই পড়েছিল


মালদা (Malda News) জেলার মানিকচক থানার অন্তর্গত মনিহারি এলাকার ঘটনা। বুধবার গঙ্গায় জাল ফেলতে বিশালাকৃতির বাঘার মাছ উঠে আসে। আড়ে-বহরে তো কম ছিলই না, ওজনও প্রায় ৯১ কেজি। এ হাত, ও হাত ঘুরে শেষ মেশ নেতাজি পৌরবাজার মাছের আড়তে এসে ওঠে মাছটি। এক পাইকারি মাছ ব্যবসায়ী নগদ ৩০ হাজার টাকা দিয়ে সেটি কিনে আনেন। 


সেই মাছ বাজারে আনতেও কম ঝক্কি পোহাতে হয়নি ব্যবসায়ীকে। তবে বাজারে এনে ফেলতেই হইহই রইরই কাণ্ড। বাজারসুদ্ধ ভিড় যেন ভেঙে পড়ে একটি চাতালেই। জলধোয়া শানের উপর আলগোছে রেখে দেওয়া হয় মাছটিকে। তাকে দেখতে উপচে পড়ে ভিড়। উৎসাহী জনতার মন রাখতে মাঝে মধ্যে হাত গলিয়ে তার হাঁ মুখের ভিতর পর্যন্তও সকলের চোখের সামনে মেলে ধরা হয়। 


আরও পড়ুন: Bandh Postpone: মমতার বার্তাতেই কাজ হল! কাল বনধ হচ্ছে না পাহাড়ে, জানিয়ে দিলেন বিনয় তামাংরা


মুহূর্তের মধ্যে মাছের কথা ছড়িয়ে পড়ে মুখে মুখে। থলে নিয়ে বাজার-হাট করতে এসেছিলেন যাঁরা, কেনাকাটা বাকি রেখে একবার করে ঢুঁ মেরে যেতে শুরু করেন ওই চাতালে। মোবাইল বের করে ছবি-ভিডিও তোলা হয় দেদার। যত বেশি মানুষের ভিড়, তত বেশি গমগম করে ওঠে গোটা বাজার।মাছ দেখে অবাক হওয়ার পাশাপাশি তার স্বাদ চেখে দেখতেও উৎসাহ প্রকাশ করেন মানুষজন।  


কেজিতে ৫ থেকে ৬ হাজার টাকা দর হাঁকা হয়


বলা বাহুল্য, গুঞ্জন, উৎসাহ, কিছুই চোখ এড়ায়নি ব্যবসায়ী চোখে। অতএব কেজিতে ৫ থেকে ৬ হাজার টাকা দর হাঁকা হয়। কেনাদামের থেকে একলাফে ১৫ গুণ বেশি মুনাফা। দামে এসে কবেই বা আর থমকেছে মাছে-ভাতে থাকা বাঙালি! ফলে ওই মাছ বিক্রি করতে বেশি বেগ পেতে হয়নি ব্যবসায়ীকে। শুধু বিশালাকার মাছটিকে নাড়াচাড়া করতে গিয়ে হিমশিম খেয়ে ওঠেন তাঁর অধীনে কর্মরত মানুষজন।