কলকাতা: বাঙালি হিসেবে বিশেষ সম্মান সঙ্গীতশিল্পী রূপম ইসলাম (Rupam Islam)-কে। ভাষাদিবসে শিল্পীকে সম্মান জানাল সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে আপ্লুত রূপম।
সঙ্গীতশিল্পী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁর সম্মান নেওয়ার মুহূর্তের ছবি। মঞ্চে সেই ছবি শেয়ার করে নিয়ে রূপম লিখছেন, 'বাঙালি হিসেবে এতদিন ধরে বাংলা ভাষায় এত রকমের বিচিত্র সাংস্কৃতিক কাজ করে আসছি। এই প্রথম কেউ ভাবলেন— বাঙালি হিসেবে আমায় সম্মানিত করা যায়, আমি সেই সম্মানের যোগ্য। সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষের এই অভিনব ভাবনার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ রইলাম।'
আরও পড়ুন: Mimi Chakraborty: বিমানসংস্থার পরিবেশন করা খাবারে চুল! ক্ষোভ উগরে দিলেন মিমি
রূপমের অনুরাগীদের মন্তব্য, যোগ্য মানুষই যোগ্য সম্মান পেয়েছেন। সবাই সাধুবাদই জানিয়েছেন শিল্পীকে। রক মিউজিকে কার্যত জনপ্রিয়তার প্লাবন নিয়ে এসেছিলেন রূপম। তাঁর গান এখনও শিহরিত করে সদ্য কলেজে ওঠা তরুণ থেকে শুরু করে পরিণত যুবতীকেও। বাংলা ভাষায় রক মিউজিকের প্রতি তাঁর এই অবদানকেই সম্মানিত করা হল ভাষাদিবসে।
সদ্য অরিজিৎ সিংহের কনসার্টের দিনও শিরোনামে এসেছিলেন রূপম। দুই গায়কের মেলবন্ধন চাক্ষুষ করে মুগ্ধ হয়েছিল কলকাতাবাসী। অ্যাকোয়াটিকায় অরিজিৎ সিংহের অনুষ্ঠানে হাজির ছিলেন রূপম। সেকথা জেনে নিজেই মঞ্চ থেকে নেমে রূপমের কাছে চলে যান। গেয়ে ওঠেন রূপমের গান। গলা মেলান খোদ স্রষ্টাও। অরিজিৎ-রূপমের সেটাই ছিল প্রথম সুরেলা সাক্ষাৎকার। অরিজিতের কনসার্টের সেই আবেগের মুহূর্ত, উপরি পাওনা বহুদিন মনে রাখবে কলকাতাবাসী। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছিল অরিজিৎ রূপম যুগলবন্দির সেই মুহূর্ত।