অভিজিৎ চৌধুরী, মানিকচক: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে জনসংযোগে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি এসে পৌঁছনোর আগেই মালদায় তৃণমূলে (TMC) ভাঙন ধরাল কংগ্রেস (Congress)। বুধবার মানিকচক বিধানসভা কেন্দ্র অঞ্চলে প্রায় ৩০০-র বেশি নেতা-কর্মী তৃণমূল এবং অন্য দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে দলে দলে হাতশিবিরে নাম লেখালেন তাঁরা। দলবদলকারীদের তালিকায় রয়েছেন গ্রাম পঞ্চায়েতের বর্তমান, প্রাক্তন সদস্যরাও।
কয়েক হাজার মানুষ ওই জনসভায় উপস্থিত ছিলেন
মানিকচক বিধানসভা কেন্দ্রের শোভানগর অঞ্চলে এমনই দলবদলের হিড়িক চোখে পড়ল। বুধবা সন্ধেয় সেখানে একটি জনসভার আয়োজন হয়। কয়েক হাজার মানুষ ওই জনসভায় উপস্থিত ছিলেন। ছিলেন মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইশা খান চৌধুরী, মানিকচকের প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলম, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালিসাধন রায়-সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
দলবদল নিয়ে প্রশ্ন করলে, তৃণমূল ছেড়ে আসা শোভানগর গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জুরি পোদ্দার বিস্ফোরক অভিযোগ তোলেন। বলেন, "টাকার বিনিময়ে টিকিট বিলি করছে তৃণমূল।" মঞ্জুরি প্রথমে নির্বাচনে জয়ী হন। তার পর যোগ দেন তৃণমূলে। কিন্তু তৃণমূলে আজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে কংগ্রেসে যোগ দিলেন তিনি।
প্রাক্তন বিধায়ক মোস্তাকিন বলেন, "প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। আগামী দিনে তৃণমূল বলে আর কিছু থাকবে না শোভানগর অঞ্চলে।" আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভাল ফল করবে বলেও আশাবাদী তিনি। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইশা খান চৌধুরী আবার বলেন, "বিগত নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে তৃণমূল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগ মানুষ বুঝতে পেরেছেন যে, তৃণমূলের সরকার কাটমানির সরকার। তাই বিভিন্ন দল ছেড়ে মানুষ আবার কংগ্রেসে যোগ দিচ্ছেন।"
৬০ দিন ধরে জেলায় জেলায় জনসংযোগে অভিষেক
পঞ্চায়েত নির্বাচনের আগে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি, গরু-কয়লা পাচার নিয়ে অভিযোগে জেরবার তৃণমূল। দলের একাধিক নেতার নাম জড়িয়েছে মামলায়। জনমানসেও তার প্রভাব পড়তে শুরু করেছে। একাধিক জায়গায় নেতাদের দেখে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। সেই আবহে জেলায় জেলায় জনসংযোগে নেমেছেন অভিষেক। ৬০ দিন ঘুরে ঘুরে মানুষের কাছে যাবেন তিনি।