করুণাময় সিংহ, মালদা: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ মৃতার পরিজনদের। হাসপাতাল কর্তৃপক্ষ ও ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় কমিটি তৈরি করে তদন্তের আশ্বাস দিয়েছেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সুপার। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।                  


মালদার হবিবপুর থানার শিরশি এলাকার বাসিন্দা চঞ্চলা মুর্মু ফোড়া নিয়ে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২৮ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। রোগীর পরিজনদের অভিযোগ ১৯ তারিখের আগে দুবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন ওই রোগী। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এমনকি ১৯ তারিখ নিয়ে আসা হলেও প্রথমে ভর্তি নিতে চাননি মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। পরে অনেক জোড়াজড়ির পর ওই মহিলাকে ভর্তি করা হয়। পরিবারের লোকের আরো গুরুতর অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসক  দেবাশীষ ধর ওই মহিলাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে ৩০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ। গতকাল চঞ্চলার মৃত্যুর খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয় পরিজনরা। হাসপাতাল চত্বরেই দেখানো হয় বিক্ষোভ। ইংরেজ বাজার থানায় ওই চিকিৎসক এবং মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর।


এর আগে জানুয়ারি মাসে মামণি দলুই নামে বীরভূমের সদাইপুরের বাসিন্দা বন্ধ্য়াত্বকরণের জন্য় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। বীরভূমের সিউড়িতে ভুল ওষুধে রোগী মৃত্য়ুর অভিযোগ ওঠে। ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। পরিবারের অভিযোগ, সকালে চিকিৎসক একটি ওষুধ খাওয়ানোর পর রোগীর মৃত্যু হয়। এমনকী রোগীকে দেওয়া স্যালাইন সরিয়ে ফেলার হয়েছে বলে অভিযোগ পরিবারের। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিও হয় মৃতের পরিবারের।                            


আরও পড়ুন: Jadavpur University Chaos: যাদবপুরে WBCUPA-SFI সংঘাত; শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙল কাঁচ