কলকাতা: নতুন ধারাবাহিকে নতুন জুটি। সদ্য ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu) শেষ হওয়ার খবর জেনেছেন অনুরাগীরা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ধারাবাহিকের সবাই। তবে পুরনো ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে রুবেল দাস (Rubel Das)। আর নতুন সেই ধারাবাহিকে রুবেলের বিপরীতে দেখা যাবে মোহনা মাইতি (Mohna Maiti) -কে। আজ সদ্যই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। 


প্রোমোতে দেখা যাচ্ছে, রুবেল হল পর্দার নায়ক। জন্মদিনেও শ্যুটিংয়ে ব্যস্ত সে। নায়িকার সঙ্গে গানের নাচের শ্যুটিং চলছে। আর বাড়িতে পায়েস রান্না করছেন তাঁর স্ত্রী। এখানে তাঁর নাম হয়েছে আর্শি। বাড়ির অনেকেরই আপত্তি সত্ত্বেও, স্বামীর জন্য পায়েস তৈরি করে সেটা তাঁকে খাওয়ানোর জন্য শ্যুটিং ফ্লোরে গিয়ে হাজির হন মোহনা। সেখানে সবাই তাঁকে ঢুকতে বাধা দেয়। কিন্তু নায়কের স্ত্রী পরিচয় পাওয়ার পরে, মোহনাকে আর আটকানোর সাহস হয় না কখনোই। এক্কেবারে শ্যুটিংয়ে পৌঁছে যান মোহন। শ্যুটিংরত রুবেলের মুখের সামনে তুলে ধরেন পায়েস। এতে বেশ বিরক্তই হন রুবেল। তবে মোহনাও নাছোড়বান্দা। এক্কেবারে পরিচালকের চেয়ার দখল করে বসে তিনি বলে ওঠেন, যতক্ষণ না রুবেল এই পায়েস খাচ্ছে, ততক্ষণ শ্যুটিং বন্ধ। ব্যাস.. প্রোমো এটুকুই। কিন্তু এর থেকেই পাওয়া যায় গল্পের আঁচ। একজন নায়ক আর একজন সাধারণ মেয়ের ভালবাসার গল্পই হবে এই গল্পের মূল উপজীব্য। 


ধারাবাহিকের নাম 'তুই আমার হিরো'। প্রতিদিন ১০ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে ৬টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। অর্থাৎ স্লট বদলে যাচ্ছে ধারাবাহিক আনন্দী-র। তবে আনন্দীকে কোন স্লট দেয়া হবে তা এখনও জানা যায়নি। এর আগে একাধিক ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করেছেন মোহনা। অন্যদিকে, সদ্য পুরনো ধারাবাহিক শেষ করেছেন রুবেল। এরপরেই নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। নতুন এই গল্প আর নতুন জুটিকে দেখার জন্য অপেক্ষা করে আছেন সকলেই। 


 






আরও পড়ুন: Jiit Chakraborty: ছবির প্রচারে গিয়ে প্রথম দেখা, ফেসবুকে প্রেম... জিৎ আর শানুর বিয়ের অজানা গল্প