করুণাময় সিংহ, মালদা: স্ত্রীর শ্লীলতাহানি কটুক্তির প্রতিবাদ করায় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুর এর ঈশ্বরটোলা গ্রামে।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মানিক মন্ডল। বয়স ৪৫ বছর। অভিযুক্তের নাম প্রশান্ত মন্ডল। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ বেশ কয়েক বছর ধরে মানিক মণ্ডলের স্ত্রীকে উত্ত্যক্ত করত প্রতিবেশী যুবক প্রশান্ত মন্ডল। এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভা হয়েছিল। এরপরও উত্যক্ত করা ছাড়েনি প্রশান্ত মন্ডল বলে অভিযোগ।
এরই প্রতিবাদ করেছিলেন মানিক মন্ডল। সেই কারণেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের বাবাকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত প্রশান্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
শ্লীলতাহানির ঘটনায় নির্যাতিতার পাশে দাঁড়ানোয় প্রতিবাদীর বাড়িতে হামলা, স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। উল্টোডাঙার মুরারিপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রতিবাদীর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগে নির্যাতিতার পাশে দাঁড়ান তিনি। তাঁকে নিয়ে থানায় নালিশ জানাতে যান। অভিযোগ, সেই আক্রোশে গতকাল রাতে ৬০-৭০ জন দুষ্কৃতী তাঁর বাড়িতে তাণ্ডব চালায়।
মারধর, এমনকি প্রতিবাদীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। হামলার সময়ে দুষ্কৃতীরা আশে পাশের ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকে দেয় বলেও অভিযোগ। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে শ্লীলতাহানির শিকার গৃহবধূ। এমনই অভিযোগ উঠল ক্যানিংয়ে। এমনকী, ঘটনার প্রতিবাদ করতে গেলে মূল অভিযুক্তর দাদা ওই গৃহবধুর পরিবারকে ভয় দেখান বলেও অভিযোগ।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দক্ষিণ অঙ্গদবেরিয়া গ্রামে। নির্যাতিতা গৃহবধূ গোটা ঘটনাটি তাঁর পরিবারের সদস্যদের ও এলাকার মানুষকে জানান। স্থানীয়দের দাবি, এরপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন বাপ্পা। গ্রামবাসীরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর অভিযুক্ত বাপ্পা ও তাঁর দাদা বাপি নাইয়াকে বেধড়ক মারধর করেন উত্তেজিত গ্রামবাসী। স্থানীয় একটি ক্লাব ঘরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাঁদের। পরে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হলে রাত দুটো নাগাদ পুলিশ গিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। নির্যাতিতা গৃহবধূও রাতেই এবিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।