করুণাময় সিংহ, মালদা: স্বাধীনতা দিবস (Independence Day 2022) উপলক্ষে গ্রামে চটুল নাচের আসর। মঞ্চে চটুল গানের তালে নাচ স্বল্প বসনার। উড়ছে টাকা। আর সেই মঞ্চে বসে অনুষ্ঠান উপভোগ করছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । আর এই ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। কটাক্ষ বিজেপির (BJP)। অস্বস্তিতে তৃণমূল (TMC)।


'এটাই তৃণমূলের সংস্কৃতি', বলে কটাক্ষ বিজেপির। 'এই ধরনের অনুষ্ঠান না হওয়াই কাম্য', দল ব্যবস্থা নেবে প্রতিক্রিয়া তৃণমূলের। স্বাধীনতা দিবস উপলক্ষে ইংরেজ বাজারের শোভানগর এলাকায় বসেছিল চটুল নাচের আসর। স্থানীয় সূত্রে খবর শোভানগর অঞ্চল তৃণমূল সভাপতি আনোয়ারুল হক এই নাচ গানের আসর বসিয়েছিলেন। চটুল গানের তালে একদিকে মঞ্চকা পাচ্ছেন স্বল্পবসনা উড়ছে টাকা আর সেই মঞ্চে বসে অনুষ্ঠান উপভোগ করছেন নাচের ভিডিও মোবাইল ক্যামেরায় বন্দি করছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এই ভিডিও ভাইরাল হতে ই শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ সেই আনোয়ারুল হককে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 


দক্ষিণ মালদা  সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন,' ১০০ দিনের টাকা চাকরির টাকা লুটপাট করছে তৃণমূলের নেতাকর্মীরা আর সেই টাকা এই ধরনের আসরে খরচ করা হচ্ছে। রাজ্যে অপসংস্কৃতির ধারক বাহক হয়ে গেছেন তৃণমূলের নেতারা।' রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, 'ভিডিও দেখেছি। এই ধরনের জিনিস কাম্য নয়। এতে গরিমা নষ্ট হয়। জেলা সভাপতিকে জানাবো, দল ব্যবস্থা নেবে।'


আরও পড়ুন,'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু


প্রসঙ্গত, এর আগেও চটুল নাচের জেরে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। উনিশের লোকসভা ভোটে জয়ের আনন্দ উৎযাপনে ভাঙড়ে চটুল নাচের অভিযোগ ওঠে। গ্রেফতার হন অনুষ্ঠানের সঞ্চালক তথা স্থানীয় তৃণমূল কর্মী শ্যামল ঘোষ। ভাঙড়ের শানপুকুর এলাকা থেকে তাঁকে ধরে কাশীপুর থানার পুলিশ। ধৃতকে জেরা করে আরও দুজনকে পুলিশ গ্রেফতার করে। ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। এরপর অনুষ্ঠানের আয়োজকদের খোঁজে তল্লাশি চলে ভাঙড় জুড়ে। শানপুকুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের উদ্যোগে অশ্লীল নাচের আসর বসে, বলে অভিযোগ। গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ। বন্ধ করে দেওয়া হয় ওই অনুষ্ঠান। আর এবার ফের সেই ছায়াই এসে পড়ল মালদায়।