করুণাময় সিংহ, মালদা: লোকসভা নির্বাচন ও তার ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যজুড়ে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। প্রতিটি ক্ষেত্রেই হিংসার ঘটনার জন্য রাজ্যের বিরোধী দলগুলি একসুরে দায়ী করেছে শাসকদল তৃণমূলকে (TMC)। তাদের অত্যাচারে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘরছাড়া হয়েছেন বহু বিজেপি কর্মী। এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি এমন জায়গা পৌঁছছে যে ঘরছাড়াদের নিয়ে পুলিশের ডিজির দফতরের সামনে ধর্না দেওয়ার প্রস্তুতি নিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য প্রশাসনের সাহায্যে কীভাবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের উপর হামলা চালাচ্ছে তার বিচার চাইতে এই কর্মসূচি নিয়েছে বিজেপি। এর মাঝেই মানিকচকে ঘটা চাঞ্চল্যকর একটি ঘটনার জেরে কিছুটা অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ঘটনাটি হলে আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি (BJP) প্রধান সহ ৬ জনের গ্রেফতারি। 


আরও পড়ুন: Bowbazar Lynching Case: হাড় ভেঙে চুরমার, প্রচুর রক্তক্ষরণ, 'হাইপো ভলেমিক শকেই বউবাজারে টিভি মেকানিকের মৃত্যু'..


স্থানীয় সূত্রে জানা গেছে,  শনিবার গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আম বাগান থেকে বিজেপি প্রধান সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, আট রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরবাইক। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বিজেপি প্রধান দেবাশীষ মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই ছয় জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে বিজেপি প্রধান ও তার পাঁচ সহযোগীর আগ্নেয়াস্ত্র নিয়ে উদ্ধারের ঘটনা প্রবল চাঞ্চল্য দেখা দিয়েছে স্থানীয় এলাকায়।


তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্ত পাকানোর ছক কষছিল বিজেপি। আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি প্রধান ও তার পাঁচ সঙ্গীর গ্রেফতারির ঘটনা তাই প্রণাম করছে। যদিও স্থানীয় বিজেপি নেতাদের কারও কারও অভিযোগ তাদের দলের প্রধানের নামে মিথ্যে অভিযোগ জানিয়ে পঞ্চায়েত দখলের ছক কষছে রাজ্যের শাসকদল। 


প্রসঙ্গত উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা নিয়ে এখনও সরগরম রাজ্যের রাজনৈতিক মহল। এই বিষয়ে আদালতে দায়ের হওয়ায় মামলা সন্ত্রাসের মোকাবিলা করতে না পারার জন্য রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Train Service Update : বিরাট স্বস্তি ! মধ্যমগ্রাম-বিরাটিতে সেতু মেরামতির কাজ বাতিল, শনি-রবিতে রেল পরিষেবা নিয়ে বড় ঘোষণা