GT Texa E-Bike: ভারতের বাজারে বৈদ্যুতিন বাইক ও স্কুটারের চাহিদা ক্রমেই বাড়ছে। একের পর এক নতুন মডেল আসছে বাজারে। ওলা, ইয়ামাহা, হিরো, হোন্ডা থেকে শুরু করে আরও নতুন নতুন সংস্থা নিয়ে আসছে তাদের বৈদ্যুতিন বাইক-স্কুটার। এবারে জিটি ফোর্স সংস্থা ভারতের বাজারে নিয়ে এল নতুন ই-বাইক। এই বাইকের নাম জিটি টেক্সা (Electric Bike)। মাত্র ১ লাখ ১৯ হাজারেই আপনার গ্যারাজে নিয়ে আসতে পারবেন এই বাইক। এটাই প্রথম বৈদ্যুতিন বাইক (GT Texa) যা কিনা গুরগাঁওয়ের এই ইভি নির্মাতা সংস্থা তৈরি করল। এর আগে চার চাকার গাড়িই নির্মাণ করত সংস্থা এবং বাইক স্কুটার (GT Texa Bike) দুইই বানিয়েছে। তবে বৈদ্যুতিন বাইক এই প্রথমবার।


কী ফিচার্স


জিটি টেক্সা একটি শক্তিশালী বৈদ্যুতিন বাইক বলা চলে। জিটি টেক্সাতে রয়েছে একটি ইনসুলেটেড বিএলডিসি মোটর যেখানে সর্বোচ্চ ৮০ কিমি প্রতি ঘণ্টায় স্পিড ওঠে। এই মোটর শক্তি পায় বাইকে রাখা একটি ৩.৫ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক থেকে। এই ব্যাটারি জন্যেই এই বাইকে এক চার্জে সর্বোচ্চ ১২০-১৩০ কিমি রাস্তা যাওয়া যায়। অর্থাৎ এই বাইকের রেঞ্জ ১৩০ কিমি সর্বোচ্চ। একটা অটো কাট সহ অনবোর্ড মাইক্রো চার্জার সহ বাজারে আসে এই জিটি টেক্সা। মাত্র ৪-৫ ঘণ্টার মধ্যেই এই অটো কাট সহ চার্জারের সাহায্যে বাইকের ব্যাটারি সম্পূর্ণ চার্জ দেওয়া যায়। ১৮০ কেজি পর্যন্ত লোড নিতে পারবে এই বাইক।


হার্ডওয়ারের কথা বলতে গেলে, জিটি টেক্সা বাইকে ৮০-১০০/১৮ ফ্রন্ট এবং ১২০-৮০/১৭ রিয়ার টিউবলেস টায়ার থাকে অ্যালয় হুইলের মধ্যে। ডিস্ক ব্রেক দিয়ে নিয়ন্ত্রণ হয় ব্রেক সিস্টেম। ই-এবিএস সিস্টেমের সঙ্গে ব্রেক জুড়ে আছে এই বাইকে। ফ্রন্ট টেলিস্কোপিক ফর্কের সাহায্যে সাসপেনশন ধরে রাখা আছে জিটি টেক্সায়। বাইকের সিট হাইট ধরা আছে ৭৭০ মিমি-তে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে ১৮০ মিমি। এই বাইকের ওজন ১২০ কেজি।


ফিচার্সের কথা বলতে গেলে এতে ৭ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রিমোট স্টার্ট অ্যান্ড স্টপ, সেন্ট্রাল লকিং, এলইডি হেডলাইট, টেইল লাইট, টার্ন সিগনাল ইত্যাদি। এতে আবার তিনটি রাইড মোড আছে।  


আরও পড়ুন: Upcoming Bikes: নতুন বাইক কিনবেন ভাবছেন ? জুলাইতেই বাজারে আসছে এই ৫ নতুন মডেল


Car loan Information:

Calculate Car Loan EMI