করুণাময় সিংহ, মালদা: স্কুল থেকে একের পর এক সাপ উদ্ধার (Snake Recover)। ক্লাস চলাকালীলই উদ্ধার হয় সাপ। ঘটনা মালদা গার্লস হাইস্কুলের। যার জেরে দুশ্চিন্তায় পড়ুয়া থেকে অভিভাবকরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।
সাপ উদ্ধার মালদায়: মিড ডে মিলে বিছের মতো দেখতে পোকা বেরনো থেকে নিম্নমানের মতো সবজি ব্যবহারের অভিযোগ সামনে এসেছে আগেই। এবার মালদার স্কুলে সাপের ডেরা। একের পর এক সাপ উদ্ধার। স্কুল সূত্রে খবর অন্তত আটটি গোখরো সাপের হদিশ মিলেছে। আরও সাপ আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মালদা গার্লস হাই স্কুলের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে। জানা গিয়েছে, স্কুল চলাকালীনই একের পর এক সাপ উদ্ধার হয়েছে। মূলত স্কুল চত্বরে নৈশপ্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে সাপ উদ্ধার করা হয়। এই আবহে বন দফতরের সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন পড়ুয়া থেকে অভিভাবকরা। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তাঁরা।
দিনকয়েক আগে মিড ডে মিল নিয়ে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ। প্রতিদিনের মতো ওইদিনও পড়ুয়াদের মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। সেইসময় এক ছাত্রী অভিযোগ তোলে তাঁর খাবারে বিছের মতো দেখতে একটি পোকা রয়েছে। ছাত্রী অভিযোগ করেন, বিষয়টি বাইরের কাউকে বলতে নিষেধ করেন স্কুলের হেডমাস্টার। কিন্তু স্কুলছুটি হওয়ার পর বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভও দেখান অভিভাবকরা। শেষমেষ বিষয়টি জানানো হয় ব্লক প্রশাসনকে। অন্যদিকে, মালদার চাঁচলে উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের, পরিমাণে কম সামগ্রী এবং পচা সব্জি দিয়ে মিড ডে মিলের রান্না করানোর অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দেন জেলাশাসক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।