অভিজিৎ চৌধুরী, মালদা: চাষের জমিতে (Agricultural Land) ব্যাগভর্তি তাজা বোমা (Bombs Recovered)। বৃহস্পতিবার সাত সকালে এমন ঘটনায় উত্তেজনা ছড়াল মালদায় (Malda News)। এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের (Police)। তবে বোমা উদ্ধারের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি (No Arrest Made)। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


মালদার চাঁচল (Chanchal News) থানার অন্তর্গত গৌরহণ্ড পঞ্চায়েতের শান্তিপুর হঠাৎপাড়ায় এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, রোজকার মতোই বৃহস্পতিবার সকাল সকাল চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন কৃষকরা। সেই সময় একটি ভুট্টার জমি থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হয়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’-দু’টি নাইলনের ব্যাগ ভর্তি তাজা বোমা রাখা ছিল ওই ভুট্টার জমিতে (Corn Field)। বিষয়টি দেখতে পেয়েই হইচই পড়ে যায় কৃষকদের (Farmers) মধ্যে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়রাই তার পর পুলিশে খবর দেন চাঁচল থানায়।


আরও পড়ুন: Sound Pollution: শব্দ দূষণ ঠেকাতে ব্যর্থ রাজ্য সরকার, অসন্তোষ প্রকাশ গ্রিন ট্রাইব্যুনালের


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। পরিস্থিতি খতিয়ে দেখে তারা বম্ব স্কোয়াডে (Bomb Squad) খবর দেয়। তার পর বম্ব স্কোয়াডের লোকজন এসে বোমা নিস্ক্রিয় করার কাজে হাত দেন। শুক্রবার ভোর রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট ৩৮টি বোমা নিস্ক্রিয় করা গিয়েছে।


এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কে বা কারা বোমা রেখে গিয়েছে, এখনও পর্যন্ত কোনও সূত্র হাতে আসেনি পুলিশের। সন্দেহভাজন কারও হদিশও মেলেনি। তাই গ্রেফতারি হয়নি কোনও। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রজাতন্ত্র দিবসের আগে এই বিপুল পরিমাণ বোমা উদ্ধারের পিছনে বড় কোনও অপরাধচক্র কাজ করছে বলে সন্দেহ পুলিশের। এ নিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।