করুণাময় সিংহ, মালদাঃ কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস উল্টে আহত ২০ জন স্কুল পড়ুয়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানা লক্ষ্মীপুর এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ৬ জন স্কুল পড়ুয়া আহত হয়েছে। কিন্তু তারপরেই আহতদের সংখ্যা বাড়তে থাকে। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, ২০ জন জন স্কুল পড়ুয়া আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে মাথায় গুরুতর আঘাত অবস্থায় পাওয়া গিয়েছে। ওই স্কুলবাস থেকে আহতদের উদ্ধার করে মালদা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ডিএসপি-সহ প্রশাসনিক শীর্ষ কর্তারা। বর্ষায় মাটি নরম থাকার কারণে নাকি চালকের কোনও গাফিলতি ছিল, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিধি ও নির্ঘণ্ট ঘোষণা সরকারের
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন ৭১ জন স্কুল পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল ওই স্কুল বাসটি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকাই ওই কেন্দ্রীয় বিদ্যালয়ের বাসটিকে পিছলাতে দেখে। তারপরই ওই বাসটি উল্টে যায়। বাসের ভিতর থেকে সব স্কুল পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। বাসের সামনের অংশটা দুমড়ে মুচড়ে গিয়েছে। কাঁচ ভেঙে চৌচির। ভেতরে রক্ত লেগে রয়েছে। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, আহতের সংখ্যা বেড়ে ২০ জন জন স্কুল পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন স্কুল পড়ুয়ার মাথায় গুরুতর চোট লেগেছে। তবে এই মুহূর্তে আহত প্রত্যেক স্কুল পড়ুয়াদেরকেই মালদা মেডিক্যালে ভর্তি একে একে নিয়ে আসা হচ্ছে। অ্যাম্বুলেন্সের পাশাপাশি টোটো করেও তাঁদের মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, ওই এলাকায় রয়েছে, একটি পেট্রোল পাম্প। স্বাভাবিকভাবেই ওই এলাকায় জ্বালানী নিতে এসেও কমবেশি ভারী যান চলাচল করে। তবে গত কয়েকদিনে এহেন দুর্ঘটনার খবর আর পাওয়া যায়নি। তবে কীকরে এই স্কুল বাস দুর্ঘটনার মুখোমুখি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।প্রত্যক্ষদর্ষীরা বাসটিকে উল্টে যেতে দেখলেও, আদৌ বর্ষায় রাস্তার জন্য এই ঘটনা ঘটেছে, নাকি চালকের কোনও গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।