রুমা পাল, কলকাতা: রণক্ষেত্র মালদার মানিকচক, লোডশেডিংয়ের অভিযোগ খারিজ বিদ্যুৎমন্ত্রীর। বাংলার কোথাও লোডশেডিং হয় না বলে দাবি অরূপ বিশ্বাসের (Arup Biswas On Malda Incident)। স্থানীয়দের বাধাতেই টাওয়ারের কাজ শেষ করা যাচ্ছে না বলে দাবি বিদ্যুৎমন্ত্রীর।
লোডশেডিংয়ের অভিযোগ খারিজ: বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে অবরোধ ঘিরে রণক্ষেত্র মানিকচক। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগে সংঘর্ষের ঘটনা ঘটে। রক্তাক্ত হন আইসি-সহ ৩, জখম হন ২ গ্রামবাসী। মানিকচকের ঘটনায় দুঃখপ্রকাশ করেও এদিন অরূপ বিশ্বাস বলেন, 'বাংলার কোথাও লোডশেডিং হয়না, এটা লোডশেডিং জনিত সমস্যা নয়। ইংরেজবাজারে স্থানীয়দের একাংশের অসহযোগিতায় টাওয়ারের কাজে বাধা। স্থানীয়দের একাংশের বাধায় শেষ করা যাচ্ছে না ৩টি টাওয়ারের কাজ। সমস্যা সমাধানে ১০ মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন-বিদ্যুৎ দফতর।
ঘটনা কী?
বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে পথ অবরোধকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে মালদার মানিকচক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানিকচকের এনায়েতপুরে আগুন জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উল্টে দেয় উত্তেজিত জনতা। অভিযোগ হামলা করা হয় পুলিশের ওপর। খবর পেয়ে মানিকচকের আইসি পার্থসারথি হালদারের নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, আইসিকে আটকে রেখে মারধর করা হয়। ক্ষিপ্ত জনতার ছোড়া ইটের আঘাতে মাথা ফাটে আইসি সহ ৩ পুলিশকর্মীর। অভিযোগ, এরপরই অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। গুলিতে আহত হন ২ যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেলও ফাটায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার প্রদীপ যাদব। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে এলাকায় আসেন মালদা রেঞ্জের ডিআজি। ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার মানিকচক বনধের ডাক দিয়েছে আরএসপি।
ঘটনা নিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে বলে স্বীকার করেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। নবান্ন সূত্রে খবর, এনিয়ে স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্ট তলব করা হয়েছে পুলিশ সুপারের কাছে। অন্যদিকে, জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব। মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে আহত ২ গ্রামবাসীকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Dibrugarh Express Derailed: লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, হেল্পলাইন নম্বর চালু করল রেল