Sensex All Time High: ফের ইতিহাস সৃষ্টি করল ভারতের শেয়ার বাজার। আজ ১৮ জুলাই বাজারে প্রথম ৮১ হাজার পেরোল সেনসেক্স, পৌঁছাল তাঁর সর্বকালীন নতুন উচ্চতায়। বাজারে সকালের সেশনে বিরাট পতন দেখা গিয়েছিল। তারপর সেই নিম্ন স্তর থেকে বিনিয়োগকারীদের উৎসাহ বেড়েছে বাজারে, ফলে বদলে গিয়েছে সূচকের অভিমুখ। পতন কাটিয়ে ৮১০ পয়েন্ট বেড়ে সেনসেক্স (Sensex Today) এখন ৮১,২০৩ পয়েন্টের উচ্চতায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (Nifty All-time High) সূচক নিফটিও প্রথম ২৪,৭০০-এর স্তর অতিক্রম করেছে। ২৩৪ পয়েন্ট বেড়েছে নিফটি সূচক। কোন কোন স্টকে গতি আজকের বাজারে ?
নিম্ন স্তর থেকে ঘুরে দাঁড়াল বাজার
আজকের বাজারে সকালের সেশনে ২০০ পয়েন্ট নিচে পড়ে গিয়েছিল সেনসেক্স। অন্যদিকে নিফটি পড়ে গিয়েছিল ৩২৬ পয়েন্ট। কিন্তু তারপরে ব্যাঙ্কিং, আইটি আর এফএমসিজি স্টকগুলিতে বিপুল কেনাকাটার দরুণ বাজার ফের ঘুরে দাঁড়ায়। সেনসেক্স নিম্নস্তর থেকে ঘুরে দাঁড়িয়ে ৮১৩ পয়েন্ট বেড়েছে এবং ৮১,২০৩ পয়েন্টে পৌঁছে যায় বাজার। নিফটিও আগের ক্লোজিং থেকে ১১০ পয়েন্ট কমেছিল সকালে যেখান থেকে বেড়ে আবার ২৪৩ পয়েন্ট পুনরুদ্ধার করেছে। ২৪,৪৭৬ পয়েন্টের সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে নিফটি ৫০।
বাজেটের আগেই উচ্ছ্বাস বাজারে
শেয়ার বাজারে এই উত্থান আসলে আসন্ন বাজেটের কারণে ঘটছে বলেই অনেকে মনে করছেন। বাজেটে মূলধন ব্যয়ের জন্য আরও কিছু অর্থ ঢালবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রেল, প্রতিরক্ষা এবং বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ আসতে পারে সরকারি তরফে। এছাড়াও গ্রামের দিকে ভোগ্যপণ্যের বিক্রি বাড়াতে কৃষকদের আয় বৃদ্ধির জন্য উপায় করবে সরকার, এমনটাও মনে করা হচ্ছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: SBI FD: এই স্কিমে পাবেন ৭.৭৫ শতাংশ সুদ, দারুণ সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক