মালদা: পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মালদার মানিকচক। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, আহত হয়েছেন ২ গ্রামবাসী। ইটবৃষ্টিতে রক্তাক্ত আইসি সহ ৩ পুলিশকর্মী। ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। এনিয়ে মালদার পুলিশ সুপারের দাবি, আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ।
রণক্ষেত্র মালদার মানিকচক: বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে পথ অবরোধ ঘিরে এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল মালদার মানিকচক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মানিকচকের এনায়েতপুরে আগুন জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উল্টে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে মানিকচকের আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, আইসিকে আটকে রেখে মারধর করা হয়। ক্ষিপ্ত জনতার ছোড়া ইটের আঘাতে মাথা ফাটে আইসি সহ ৩ পুলিশকর্মীর। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা গুলি চালানো হয়। আহত হন ২জন।
এদিন মালদার পুলিশ সুপার প্রদীপ যাদব বলেন, "পুলিশ আত্মরক্ষায় গুলি চালিয়েছে। তারপরও জনতা ঘরটিকে ঘিরে রেখেছিল। তারপরও পুলিশের যে আহত অফিসাররা ছিলেন, তাঁদের যেতে দেওয়া হয়নি। তারপর আমাদের এখান থেকে ফের বাহিনী পাঠানো হয়। তারা গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে। তারপর মানিকচকের আহত IC, ASI এবং বাকিদের আঘাত লেগেছে।'' এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। মোথাবাড়ির তৃণমূল বিধায়ক এবং রাজ্য়ের মন্ত্রী সাবিনা ইয়াসমিনও বলেছেন, পুলিশের গুলি চালানোর ঘটনা তিনি সমর্থন করেন না। তিনি বলেন, "পুলিশ যে গুলি চালিয়েছে আমি অন্তত ব্য়ক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সমর্থন করিনা। তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য় হয়েছে, সেটাও একটা ভাবার বিষয়। ''
বিদ্য়ুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিবৃতি জারি করে দাবি করেছেন, এটি লোডশেডিং জনিত ঘটনা নয়। পশ্চিমবঙ্গের কোথাও কোনও লোডশেডিং হয়না। মাননীয়া মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটি চিরতরে তুলে দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, এনিয়ে স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্ট তলব করা হয়েছে পুলিশ সুপারের কাছে। জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Dibrugarh Express Derailed: লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, হেল্পলাইন নম্বর চালু করল রেল