করুণাময় সিংহ, মালদা: অভিযোগ দায়ের হলেও বছরের পর বছর তা পড়ে থাকে, সুরাহা হয় না বলে বদনাম রয়েছে। কিন্তু সে সব মিথ্যা প্রমাণ করল মালদা (Malda) থানার অন্তর্গত মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ (Police)। ২৪ ঘণ্টার মধ্যেই মন্দিরে চুরির (Theft in Temple) ঘটনার সমাধান করে দেখাল তারা। তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা গিয়েছে মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রীও।  


বেশ কিছু দিন ধরেই এলাকায় (Malda News) চোরের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে জানা যায়, এলাকার মন্দিরের জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে রাতের অন্ধকারে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন এলাকাবাসী। দ্রুত চোর ধরে, কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান সকলে।


এই চুরির ঘটনার তদন্তে নেমে প্রথমে বিপ্লব কর্মকার নামের এক যুবককে আটক করে পুলিশ। তাঁকে জেরা করেই বাকি দু’জনের হদিশ মেলে বলে জানা য়ায়। সেই মতো শনিবার তিন জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিপ্লব কর্মকার। তাঁর  বাড়ি ৯ নম্বর ওয়ার্ড কর্মকার পাড়া। এ ছাড়াও আরও দু’জনের পরিচয় সামনে এসেছে। তাঁরা হলেন, মোস্তফা শেখ, বাড়ি মির্জাপুর, আশরাফুল হক, বাড়ি কালিয়াচক থানার সুজাপুর।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকাসক্ত যুবকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন সকলেই। মাদকের নেশায় আসক্ত হয়ে কিছু যুবক এলাকায় ক্রমাগত চুরির ঘটনা ঘটিয়ে চলেছেন। সকলের অলক্ষ্যে জিনিসপত্র চুরি করছে মাদকাসক্তের দল।  এ নিয়ে বার বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি এলাকাবাসীর।


আরও পড়ুন: WB Corona Update: আক্রান্তের সংখ্যা কমলেও করোনায় মৃত্যু বাড়ল রেকর্ড সংখ্যায়, রাজ্যে বাড়ছে উদ্বেগ


এ ব্যাপারে পুলিশকে (Malda Police) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবাড়ি ফাঁড়ির ওসি হারাধন দাস জানিয়েছেন, চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধৃতদের পুলিশ রিম্যান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই এলাকায় চোরের একটি দল রয়েছে, সেই দলে আর কে কে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হারাধনবাবু।