মুম্বই: কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) এখনও আইসিইউতে রয়েছেন। গত শনিবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বর্ষীয়ান গায়িকার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। তার সঙ্গে রয়েছে নিউমোনিয়ার সমস্যাও। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। কয়েকদিন আগেই চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থান সামান্য উন্নতি হলেও তাঁকে আগামী কিছুদিন আইসিইউতেই রাখা হবে। সম্প্রতি তাঁরা শারীরিক অবস্থার কথা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন চিকিৎসক প্রতীত সমদানি।


এদিন পিটিআইকে দেওয়া বিবৃতিতে লতা মঙ্গেশকরের চিকিৎসক প্রতীত সমদানি বলেন যে, 'ওঁকে (লতা মঙ্গেশকর) এখনও আইসিইউতেই পর্যবেক্ষণের জন্য রাখা রয়েছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে পরবর্তী সময়ের জন্য। ওঁর দ্রুত আরোগ্য কামনায় সকলে প্রার্থনা করুন। এখনও চিকিৎসা চলবে তাঁর।'


আরও পড়ুন - Salman Khan: ক্ষুব্ধ ভাইজান, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা সলমন খানের


একদিন আগেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বোনঝি রচনা শাহ একটি বিবৃতিতে পিটিআইকে জানিয়েছিলেন যে, বর্ষীয়ান গায়িকা আগের থেকে ভালো আছেন। তিনি বলেন, 'ওঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা খুশি। প্রত্যেকের প্রার্থনা কাজে এসেছে। অনুরাগীদের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে ওঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করুন। তবে এর পাশাপাশি অনুরোধ জানাব, অবশ্যই ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রাখবেন।' লতা মঙ্গেশকরের বোনঝি আরও জানান যে, বয়সের কথা চিন্তা করে ওঁকে সর্বক্ষণই দেখাশোনার মধ্যে রাখতে হচ্ছে।


গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হন লতা মঙ্গেশকর। করোনা তৃতীয় ঢেউয়ে ইতিমধ্যেই দেশের বহু মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারাও। লতা মঙ্গেশকরের করোনা সংক্রমণের পাশাপাশি চিন্তা বাড়ায় নিউমোনিয়ার সমস্যা। আর তার জন্যই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সুরসম্রাজ্ঞী দ্রুত সেরে উঠুন। এই প্রার্থনা আমাদেরও।


আরও পড়ুন - Srabanti Chatterjee: শ্রাবন্তীর জীবনে নতুন 'বন্ধু', 'ভালোবাসার' ছবি শেয়ার অভিনেত্রীর