করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) মুখে, মালদার বামনগোলায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের (TMC) অন্দরের বিবাদ। যুব তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান-সহ ১২ জন তৃণমূল সদস্য। অভিযোগ অস্বীকার করেছেন যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। কাটমানির ভাগ-বাটোয়ারা নিয়ে তৃণমূলের বিবাদ বলে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস রাজ্য তৃণমূল নেতৃত্বের।



তৃণমূলের অন্দরের বিবাদ প্রকাশ্যে:
যিনি অভিযোগ করছেন, তিনি এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। যাঁদের বিরুদ্ধে দাদাগিরি ও সন্ত্রাসের অভিযোগ, তাঁরা তারই দলের যুব সদস্য। গ্রামবাংলার ভোটের আগে মালদার বামনগোলায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের কোন্দল। এলাকার যুব তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে মারধর ও সন্ত্রাসের অভিযোগ তুলে পঞ্চায়েত থেকে ইস্তফা দিলেন প্রধান-সহ ১২ জন তৃণমূল সদস্য।                                                   


মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেত্রী রাণু বিশ্বাস রায় বলেন, “যুব তৃণমূলের কয়েকজন কর্মী এলাকায় সন্ত্রাস তৈরি করছে। আমাদের ২ পঞ্চায়েত সদস্যকে মারধর কয়েছে। আমরা আতঙ্কে রয়েছি। এভাবে কাজ করা যাচ্ছে না, তাই পদত্যাগ করলাম।’’ যদিও অভিযোগ উড়িয়ে হামলার নেপথ্যে পারিবারিক বিবাদ রয়েছে বলে দাবি করেছেন যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। মদনাবতীর যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাপস রায় বলেন, “পারিবারিক বিবাদকে যুব তৃণমূলের ঘাড়ে চাপানো হচ্ছে। আমাদের কেউ এর সঙ্গে জড়িত নয়।’’                                                                                                                                

গত পঞ্চায়েত ভোটে এই এলাকায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পঞ্চায়েত দখল করে রাজ্যের শাসক দল। ২০১৮'র পঞ্চায়েত ভোটে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ১৯টি আসনই দখল করে তৃণমূল কংগ্রেস। এবার যখন ফের দরজায় কড়া নাড়ছে গ্রামবাংলার ভোট, তখনই দলের অন্দলের কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে তৃণমূল।


আরও পড়ুন: North 24 Parganas Weather: বিদায়ের পথে শীত, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?