মনোজ বন্দ্যোপাধ্য়ায়, পূর্ব বর্ধমান: পঞ্চায়েত ভোটের (panchayat election) আগে ফের বঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP National President)। বিজেপির জনসম্পর্ক যাত্রায় (Jan Sampark Yatra) অংশ নিতে বাংলায় জে পি নাড্ডা (J P Nadda)। আজ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলী ও পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) রামনগরে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কাটোয়ায় জনসভার পর সাংগঠনিক সভাও রয়েছে। পূর্বস্থলীতে পৌঁছে কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।


পূর্বস্থলীর সভায় কী বার্তা?
'বাংলায় পরিবর্তন হবেই', হুঙ্কার বিজেপির সর্বভারতীয় সভাপতির। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় জঙ্গলরাজ চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলরাজকে বিদায় করবেন বাংলার মানুষই।' আসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা। নাড্ডা বলেন, 'বলা হয়, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আর যে ভাবাদর্শের ভিত্তিতে এগিয়েছিলাম, তা ছিল ডক্টর  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আমি গর্বিত যে ভাবধারা তিনি তৈরি করেছিলেন, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা বিশ্বের কাছে এতটাই জনপ্রিয় যে বিশ্বের বৃহত্তম দল হয়ে উঠেছে বিজেপি।' প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নানা উন্নয়নের মাপকাঠিও পেশ করেন তিনি। বলেন, 'গাড়ি উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থানে ভারত। মোদির নেতৃত্বে আর্থিক বৃদ্ধিতে বিশ্বে ৫ নম্বরে উঠে এসেছে ভারত...আপনাদের মুখে মাস্ক নেই, কারণ মোদি সরকার সকলকে বিনামূল্যে টিকা দিয়েছে।' বিজেপির সর্বভারতীয় সভাপতির আহ্বান, 'এত দিন পারেননি, আগামীদিনে বাংলায় অবশ্যই ডবল ইঞ্জিন সরকার গড়ুন।'

প্রেক্ষাপট...
'বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চায় মোদি সরকার', বলেন নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি মনে করান, 'কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রোর জন্য হাজার কোটি টাকা বরাদ্দ করে হয়েছে। মোদি সরকার সকলকে নিয়ে উন্নয়ন করতে চায়।' রাজ্যের প্রতি প্রধানমন্ত্রী ঠিক কতটা দায়বদ্ধ, সেটিও জোরাল ভাবে বুঝিয়ে দিতে চেয়েছেন বাংলার এই 'জামাই'। একই সঙ্গে দুর্নীতি প্রশ্নে তীক্ষ্ণ ভাবে বেঁধেন রাজ্যের তৃণমূল সরকারকে। নাড্ডার অভিযোগ, 'মোদি সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে, তৃণমূল নেতারা চুরি করছে। মোদি সরকার খাবার পাঠাচ্ছে, তৃণমূল দুর্নীতি করে বাজারে বিক্রি করছে।' আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়েও সরব হতে শোনা যায় তাঁকে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল নিয়ে সুর চড়ান বিজেপির সর্বভারতীয় সভাপতি। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ সফরে এসে তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ করে উত্তাপ বাড়ালেন নাড্ডা। 


আরও পড়ুন:মা শিল্পী হতে পারতেন, সেতার ছেড়েছিলেন আমার জন্য: ঋষভ