করুণাময় সিংহ, মালদা: পুরনো একটি বাড়ি ভাঙার সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা (Malda news)। ভাঙার কাজ চলার সময় বাড়ির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। আহত হয়েছেন আরও একজন শ্রমিক। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ,দমকল ও পুরসভা কর্তৃপক্ষ। বিষয়টিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়। 


পরে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় দুই শ্রমিককে। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জামতল্লি এলাকায়। 


আরও পড়ুন: Nadia News: আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর


স্থানীয় সূত্রে জানা গেছে, জামতল্লি এলাকায় একটি পুরনো বাড়ি ভেঙে ফেলার কাজ চলছিল। গত কয়েকদিন ধরেই সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। রবিবার দুপুরে সেখানে কাজ চলার সময় আচমকা বাড়ির একাংশ ভেঙে পড়ে। যার নিচে চাপা পড়ে যান সেখানে শ্রমিকরা। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের তলা থেকে জখম শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বাড়ি ভাঙার সময় প্রয়োজনীয় সাবধানতা নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনাটি পরীক্ষা করে দেখছে পুলিশ। 


আরও পড়ুন: Nadia News: আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর


অভিযোগ, মালদার বিভিন্ন জায়গায় পুরনো বাড়ি ভাঙার কাজ চললেও বেশিরভাগ জায়গা যথেষ্ট নিরাপত্তা নিয়ে কাজ করা হয় না। বেশিরভাগ ঠিকাদারই শ্রমিকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা যথাযথ না রেখেই কাজ শুরু করে দেন। আর শ্রমিকরাও পেটের তাগিদে বাধ্য হন কাজ করতে। প্রশাসন সবকিছু জেনে চুপ থাকে। যার জেরেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এরপরও যদি প্রশাসন সক্রিয় না হয়। ঠিকাদারদের নিয়ম মেনে কাজ করতে বাধ্য না করে তাহলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে। ঘটবে শ্রমিক মৃত্যুর ঘটনাও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Train Accident: রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল