সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল ডাউন বনগাঁ লোকাল। ভাঙা রেলগেট হাইটেনশন তারের উপর পড়ে তার ছিড়ে গিয়ে পড়ল ট্রেনের উপরে। 


আগুনের ঝলকানিতে ভয় পেয়ে অল্প গতিতে যাওয়া ট্রেন থেকে লাফিয়ে নামলেন যাত্রীরা। বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা লাফ দিয়ে নামলেন ট্রেন থেকে। 


হাবরা ৩০ নম্বর রেলগেটে আজ এই ঘটনা ঘটেছে। রেলের গাফিলতির কারণেই এই ঘটনা বলে দাবি করেছেন হাবরার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা। যদিও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকেরা। 


কিছুদিন আগেই কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। সেই ঘটনা এখনও টাটকা সবার মনে। এরই মধ্যে নিত্যদিনের যাত্রায় এমন ঘটনায় চাঞ্চল্য ও উদ্বেগ প্রকাশ পেয়েছে। 


মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে সেতু মেরামতির কাজে প্রথমে ট্রেন বন্ধের কথা ঘোষণা করলেও সে কাজ বাতিল করে রেল।  বনগাঁ শাখার নিত্যযাত্রীদের জন্য বিরাট স্বস্তি দিয়ে শনিবার ও রবিবার বনগাঁ এবং হাসনাবাদ শাখায় স্বাভাবিকই ছিল ট্রেন পরিষেবা। এরই মধ্যে এই বিপুতি নিয়ে হইচই। 


এর আগে কী সিদ্ধান্ত নিয়েছিল রেল? 


এর আগে রেলের তরফে জানানো হয়েছিল, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝের একটি রেল সেতুর মেরামতির কাজ করা হবে। এই কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে ১২ ঘণ্টা। এর জেরে স্বাভাবিকভাবেই বাতিল করতে হবে বেশ কিছু ট্রেন। আর জেরে চিন্তায় পড়েছিলেন বনগাঁ, হাসনাবাদ শাখায় যাত্রীদের।                                                                                                                                         


আরও পড়ুন, এই সপ্তাহেই শনির দৃষ্টিতে লক্ষ্মীলাভ ৩ রাশির, শনি মহারাজের আশীর্বাদে ভাগ্য উজ্জ্বল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে