করুণাময় সিংহ, মালদা: রাজ্য-জুড়ে রেশন দুর্নীতির আবহের মাঝেই নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে এবার রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগ চালের মধ্যে থাকছে পোকা। যে আটা দেওয়া হচ্ছে সেটাও নিম্নমানের। যেটা মানুষ কেন পশুদেরও মুখে তোলার অযোগ্য। কিন্তু ডিলার বা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি।
এদিন দুয়ারে রেশনে ফের পোকা ধরা চাল পেতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রাহকরা। যদিও ডিলারের দাবি তাকে যে সামগ্রী দেওয়া হচ্ছে তিনি সেটাই দিচ্ছেন। অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। বিজেপির অভিযোগ কেন্দ্র মানুষকে রেশন দিচ্ছে। কিন্তু সেই রেশন সামগ্রী তৃণমূলের চাল চোররা বিক্রি করে দিচ্ছে। বদলে মানুষকে এই ধরনের নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে।
যদিও তৃণমূলের দাবি কোন রকম সমস্যা হলে প্রশাসন খতিয়ে দেখবে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত রাড়িয়াল গ্রামে বৃহস্পতিবার এই বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তুলসিহাটা রেশন ডিলার জগদীশপ্রসাদ রামের কাছ থেকে রেশন সামগ্রী পান রাড়িয়াল এলাকার মানুষেরা। রেশন গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই দেওয়া হচ্ছে নিম্নমানের সামগ্রী। চালে মাঝে মাঝেই পোকা থাকছে। আটার মধ্যে মেশানো থাকছে চালের গুঁড়ো। ওই চালের ভাত বা আটার রুটি মুখে তোলার মতো নয়। কিন্তু ডিলারকে বললে তিনি কর্ণপাত করছেন না। ব্লক প্রশাসনকে জানালেও হয়নি সুরাহা।
বৃহস্পতিবার দুয়ারে রেশনে গ্রাহকরা সামগ্রী নিতে যান। কিন্তু দেখেন পুনরায় চালে পোকা। আটার মানও অত্যন্ত খারাপ। তারপরেই রেশন ডিলার জগদীশপ্রসাদ রামকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রাহকরা।
গ্রাহকদের অভিযোগ ডিলার বা সরকার তাদের মানুষ মনে করে না। মানুষ মনে করলে এত খারাপ সামগ্রী দিতে পারতো না। যদিও ডিলারের দাবি ডিস্ট্রিবিউটর তাকে যে সামগ্রী দেয় তিনি সেটাই দিচ্ছেন। প্রত্যেক জায়গায় সেই সামগ্রীই দেওয়া হচ্ছে।
এদিকে বিজেপির অভিযোগ এই ভাবেই তো রাজ্য-জুড়ে রেশন দুর্নীতি হচ্ছে। কেন্দ্রের দেওয়া রেশন তৃণমূলের নেতা-মন্ত্রীরা চুরি করে নিচ্ছে। বদলে এই ভাবে পশুর খাবার দেওয়া হচ্ছে মানুষকে। যদিও তৃণমূলের দাবি রাজ্য সরকার বাংলার মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। গ্রাহকদের অভিযোগ সঠিক হয় তবে প্রশাসন ব্যবস্থা নেবে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক বাবন মণ্ডল জানান, চালে পোকা থাকলে সেই চালে ফেরত নিয়ে নেওয়া হবে। আর আটার ক্ষেত্রে নির্দিষ্ট উপায়ে গুণগতমান পরীক্ষা করে দেখা হবে।
আরও পড়ুন, ভোটের মুখে বড় ধাক্কা রাজনৈতিক দলগুলির, নির্বাচনী বন্ড বিক্রিতে 'সুপ্রিম' নিষেধাজ্ঞা