করুণাময় সিংহ, মালদা: স্কুলের রান্নায় ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সবজি। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মালদার (Malda) চাচল ২ নম্বর ব্লকের ঘটনা। পচা-গলা সবজি দিয়ে রান্নার অভিযোগ করে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। চাঁচল ২ ব্লকের গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এ দিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। (Mid Day Meal)
অভিভাবকদের অভিযোগ,দীর্ঘদিন ধরেই তাঁরা দেখছেন বাজারে পরের দিকে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেই পচা-গলা, নষ্ট হয়ে যাওয়া নিম্নমানের সবজি কিনে নিয়ে আসা হয়, সেটা দিয়েই রান্না হয় স্কুলে। এখানেই অভিযোগ শেষ নয়, স্কুলে যত ছাত্রছাত্রী রয়েছে তার থেকে কম পরিমাণে খাবার রান্না করা হয়। সেই খাবার দেওয়া হয় বাচ্চাদের। আর সেটা খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।
স্থানীয় এক অভিভাবক মনজুর আলম বলেন, 'বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে। সেই খাবার আমরা গরু ছাগলদের খাওয়াই।' তাঁর আরও অভিযোগ, 'প্রধান শিক্ষক নিজে বাজার করেন। আমরা এর আগেও দেখেছি। আবার আজকে দেখতে পেলাম পচা খাবার।' তাঁর অভিযোগ, 'আবার আজকে দেখতে পেলাম বাজারে অবশিষ্ট অংশ থাকে। পচা ডাল, কম পরিমাণের বাজার করে নিয়ে আসা হচ্ছে।' এসব খাবার খেয়ে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। এর আগেও এই নিয়ে অভিযোগ করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু প্রধান শিক্ষক কর্ণপাত করেননি বলে অভিযোগ তাঁদের। যদিও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদা জেলা শাসক।
টিকটিকির পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আস্ত কাঁকড়া বিছে। সেই কাঁকড়া বিছে সহ মিড ডে মিলের খাবার পড়ুয়াদের পরিবেশনও করা হয়। মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাঁকড়া বিছে চোখে পড়ে পড়ুয়াদের। ঘটনাস্থল বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ছাদ ভাঙার পরেই ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী, কেন এমন ঘটনা? কী বললেন তিনি?