করুণাময় সিংহ, মালদা: সব ঠিক থাকলে আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের নানা কোণা থেকে কখনও উদ্ধার হচ্ছে বোমা, কখনও আবার উদ্ধার হচ্ছে একাধিক আগ্নেয়াস্ত্র। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শাসক-বিরোধীর তরজা তুঙ্গে। এই পরিস্থিতিতে এবার ভাইরাল হল মালদার এক তৃণমূল নেতার ছেলের ছবি। আগ্নেয়াস্ত্র হাতে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

মালদার রতুয়ার কাহালা অঞ্চল। সেখানে তৃণমূলের সহ-সভাপতি মহম্মদ বদরুজ্জোহা। ভাইরাল হয়েছে, তাঁর ছেলে মহম্মদ ফারাদের আগ্নেয়াস্ত্র হাতে ছবি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছবি ভাইরাল হওয়ার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একের পর এক তৃণমূল নেতা-কর্মীরা ছবি সোশ্য়াল মিডিয়ায় দিয়ে সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার করতে চাইছেন। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় যদিও আইনের উপর আস্থা রাখার কথা বলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কেউ অন্যায় করলে দল তার পাশে দাঁড়াবে না বলেও জানানো হয়েছে।      

কবে থেকে শোরগোল:দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় স্থানীয়ভাবে একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অভিযোগ, যাঁর হাতে অস্ত্র রয়েছে, তিনি রতুয়া এক নম্বর ব্লকের কাহালা অঞ্চলের তৃণমূল অঞ্চল সহ সভাপতি মহম্মদ বদরুজ্জোহার ছেলে মহম্মদ ফারহাদ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছবিটি যে তাঁর ছেলের তা মেনে নিয়েছেন কাহালা অঞ্চলের তৃণমূলের সহ-সভাপতি মহাম্মদ বদরুজ্জোহা। কিন্তু তার সঙ্গেই তাঁর দাবি, এই ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। তিনি এটাও বলেছেন যে, 'কিছু দুষ্কৃতী এটা করেছে। তবে তারা কোন দল করে আমি বলতে পারব না। এই মুহূর্তে নাম বলা সম্ভব নয়।' আগ্নেয়াস্ত্র হাতে ছবিটি তাঁদের এই দলের অঞ্চল সহ-সভাপতির ছেলের। এই কথা স্বীকার করে নিয়েছেন কাহালা অঞ্চলের তৃণমূলের সভাপতি শেখ এন্তাজুল আলম। তিনি বলেন, 'আমরাও সোশ্যাল মিডিয়া এই ছবি দেখেছি। এতে আমাদের কিছু করার নেই। যা করার পুলিশ প্রশাসন করবে।' এই ছবি ঘিরেই এখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপির অভিযোগ:দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, 'তৃণমূল দল পায়ের তলার মাটি হারিয়েছে, তাদের কোনও জনসমর্থন নেই। সামনে পঞ্চায়েত ভোট মানুষকে ভয় দেখিয়ে এরা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। সেই কারণে এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে।'

তৃণমূলের বার্তা:রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'কেউ অন্যায় করলে দল তার পাশে থাকবে না। পুলিশ তদন্ত করছে, দোষ প্রমাণিত হলে পদক্ষেপ হবে। বিরোধীরা কী বলছে তা ভেবে লাভ নেই, পুলিশ কাজ করছে।'

আরও পড়ুন: 'বাবার' প্রসঙ্গ টেনে শুভেন্দুকে আক্রমণ সওকতের