কলকাতা: 'হাতের ওপর হাত রাখা সহজ নয়...কথাটা সত্যি। কিন্তু কিছু মানুষ থাকে যারা এই কাজ টা খুব সহজ ভাবে করতে পারে..' প্রেমিক সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) উদ্দেশে লিখেছিলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। সালটা ২০২১। সেই বছরই দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। কেমোথেরাপির কষ্ট, শারীরিক ও মানসিক লড়াই... ঐন্দ্রিলাকে আগলে রেখেছিলেন সব্যসাচী। আর ভালবাসার সেই টুকরো টুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেন ঐন্দ্রিলা।
মানুষ ভাল থাকার কথা বলতে চায়.. জানাতে চায় সবাইকে। ব্যেতিক্রমী ছিলেন না ঐন্দ্রিলাও। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললে এখনও দেখা যায় সেই ভাল থাকারই নজির। ২০২১ সালে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন ঐন্দ্রিলা। একটি হাত আঁকড়ে ধরে রয়েছে একে অপরকে। দুটি ছবি। একটা ২০১৮ সালের, অন্যটা ২০২১-এর। ছবির কোলাজ শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছিলেন ভালবাসার কথা।
ঐন্দ্রিলা লিখছেন, 'প্রথম ছবিটা হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে পেলাম। ২০১৮ সালের ছবিটা। “হাতের ওপর হাত রাখা সহজ না “- কথাটা সত্যি। কিন্তু কিছু মানুষ থাকে যারা এই কাজটা খুব সহজভাবে করতে পারে। তাই আজ এত শারীরিক কষ্টের পরেও আমি এত খুশি। আর দ্বিতীয় ছবিটি কিছু দিন আগের। বদলায়নি কিছুই। শুধু হাতটা আজকাল শক্ত করে ধরে।'
আরও পড়ুন: Aindrila Sharma News: পল্লবীর মৃত্যুতে ফেসবুকে মনখারাপের কলম, ৫ মাসের মধ্যে চলে যেতে হল ঐন্দ্রিলাকেও
ঐন্দ্রিলার জীবনের শেষ মুহূর্ত পর্যন্তও তাঁকে এভাবেই আঁকড়ে ছিলেন সব্যসাচী। ঐন্দ্রিলার পায়ে চুম্বন করে, মাথা ঠেকিয়ে চিরবিদায় জানিয়েছিলেন প্রেমিকাকে। ঐন্দ্রিলা জেনে গেলেন... সত্যিই কিছু বদলায়নি।