ইংরেজবাজার: আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে মেরুকরণের রাজনীতি যখন প্রকট হচ্ছে, সেই আবহেই সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব ছবি উঠে এল মালদা থেকে। রামনবমী উদযাপন সমিতির তরফে বের হওয়া রামনবমীর শোভাযাত্রায় সেখানে পুষ্পবৃষ্টি করলেন মুসলিমরা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মিষ্টিমুখও করালেন স্থানীয় মুসলিম বাসিন্দারা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরাও এগিয়ে এলেন সম্প্রীতির বার্তা দিতে। পরস্পরকে আলিঙ্গন করলেন, মিষ্টিমুখ করালেন তাঁরা। (Malda Rama Navami Rally)

Continues below advertisement

এদিন মালদা শহরে অস্ত্রহাতে, ডিজে বাজিয়ে শোভাযাত্রা বের হয়।  রামনবমী উদযাপন সমিতির শোভাযাত্রার আয়োজন করে। হাতে গেরুয়া ধ্বজা, মুখে জয় শ্রীরাম স্লোগান তুলে মিছিলে অংশ নেন দলে দলে মানুষ। যে রাস্তা দিয়ে শোভাযাত্রা এগোয় সেখানে একটি বিরাট মালা তৈরি করা হয়েছিল, যা দেখতে ছিল একেবারে ভারতবর্ষের মানচিত্রের মতো। ফোয়ারামোড়ে শোভাযাত্রা যখন রাস্তা ধরে এগোয়, দুই পাশে বেশ কিছু স্টল দেখা যায়, যার উপরে একটি ব্যানারে লেখা ছিল, 'ভ্রাতৃ্বের বন্ধনে আমরা'। মালদা শহর মুসলিম কমিটির তরফে ওই আয়োজন করা হয়। (Malda News)

শোভাযাত্রা লক্ষ্য করে রাস্তার পাশ থেকে পুষ্পবৃষ্টি করেন মুসলিমরা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের দিকে এগিয়ে দেওয়া হয় জলের বোতল। মিষ্টির প্যাকেট এগিয়ে দেওয়া হয় মিছিলে অংশগ্রহণকারীদের দিকে। গেরুয়ার মাঝে সাদা পোশাক পরিহিত মানুষের ভিড় তখন মিলেমিশে একাকার। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, "খুব ভাল লাগছে। গর্ববোধ করছি।"

Continues below advertisement

রাস্তার দু'পাশে জড়ো হওয়া মুসলিমরা বলেন, "খুব সুন্দর অনুভূতি, সম্প্রীতির অনুভূতি। এটাই ভারতবর্ষ। এত দেশের মধ্যে এটাই...এই ভারতবর্ষ আমাদের সকলের ভারতবর্ষ। আমরা সবাই এক। হিন্দু-মুসলিম ভাই-ভাই। আমরা সবাই সম্প্রীতির বার্তা দিতে চাই।" চারপাশ থেকে থেকে 'জয় শ্রীরাম' ধ্বনিও উড়ে আসে। পরস্পরকে অভ্যর্থনা জানান সকলে। রবিবার রামনবমীর মিছিলে মালদায় সাম্প্রদায়িক সম্প্রীতির ওই মুহূর্ত দিনের সেরা মুহূর্ত হয়ে রয়ে গেল কার্যত। বাংলা তথা গোটা ভারতের এটাই চেনা ছবি বলে দাবি করছেন সকলে।

তবে মালদায় সাধারণ মানুষ যখন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন, সেই সময় নিউটাউনে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বের হওয়া রামনবমীর মিছিল আটকানোর অভিযোগ ওঠে। লকেট দাবি করেন, মিছিলের জন্য আগামী অনুমতি নেওয়া ছিল। তার পরও পুলিশ মিছিল আটকে দেয় বলে অভিযোগ করেন লকেট। পুলিশ রুট বদলের জন্য চাপ দিচ্ছে, দাবি করেন তিনি। নিউটাউনে শোভাযাত্রায় অংশ নেওয়া বিজেপি নেতা অর্জুন সিংহ বলেন, "সনাতনী হিন্দুরা রাস্তায় নেমেছেন। প্রমাণ করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ। সেভেন পয়েন্টে শুক্রবার জেহাদি মুসলিমদের রাস্তায় নামিয়েছিলেন। কোথাও বাধা দেওয়া হয়নি। সনাতনী হিন্দুরা বেরোলেই ওঁর অসুবিধা হচ্ছে। বলছেন, দাঙ্গাবাজ, অস্ত্র নিয়ে বেরোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ যতদিন না করব, মামলার জন্য তৈরি আছি।"