করুণাময় সিংহ, মালদা: ফের মাদক উদ্ধার কালিয়াচকে। ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ (STF)। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার ইমাম জায়গির এলাকার বাসিন্দা জিয়াউল শেখকে গ্রেফতার করে এসটিএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম হেরোইন। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এই মাদক কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কাকেই বা বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এসটিএফ এবং ইংরেজবাজার থানার পুলিশ।


কেন এত মাদক?
মাদক পাচারে অন্যতম ট্রানজিট পয়েন্ট হয়ে উঠছে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাংলা? উত্তরবঙ্গে মালদার রথবাড়ি থেকে হেরোইন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে রাজ্য পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে দাবি, উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। মাদক কারবারের অভিযোগে জিয়াউল শেখ নামে কালিয়াচকের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে এসটিএফ। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে দাবি, কালিয়াচকেই মাদকের ব্যবসা ফেঁদেছিলেন জিয়াউল।


হাওড়া থেকেও উদ্ধার মাদক:
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শুধু হাওড়া থেকেই ৮০০ কেজির বেশি গাঁজা উদ্ধার করেছে নারকোটিক্স কন্টোল ব্যুরো। লিলুয়া থানার অন্তর্গত বালি জগাছা বিডিও অফিসের বিপরীতে কোণা এক্সপ্রেসওয়ে মোড়ের কাছে ওঁত পেতে ছিলেন গোয়েন্দারা। দুটি গাড়ি আটকে চারজনকে প্রথমে আটক করা হয়। নারকোটিক্স কন্টোল ব্যুরো সূত্রে খবর, গাড়ি থেকে ১৬৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। গাড়ির সিটের তলায় লুকিয়ে তা হুগলি জেলায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পরে ৪ সন্দেহভাজনকেই গ্রেফতার করা হয়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ধৃত বাবু পাল হাওড়ারই বাসিন্দা। বিশ্বরাজ গিরি, প্রশান্ত পাত্র ও গোবিন্দ শ ওড়িশার বাসিন্দা। নারকোটিক্স কন্টোল ব্যুরো সূত্রে দাবি, ধৃত বাবু পালের গোডাউন থেকে আরও ৬৩৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। 


কদিন আগেও বাজেয়াপ্ত:
সম্প্রতি তমলুক থেকে পাকড়াও দুই মাদক কারবারি (Drug Smuggling)। উদ্ধার কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার। বাজেয়াপ্ত ধৃতদের গাড়ি। পূর্ব মেদিনীপুর জেলার (East Midnapore ) তমলুক থানার হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের সোনাপেত্যা টোল প্লাজায় দুই মাদক পাচারকারীকে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত গ্রেফতার করল পুলিশ।


আরও পড়ুন: 'খোকনের ডাক পড়ার সময় এসে গেছে' নাম না করে অভিষেককে আক্রমণ সুকান্তর