সন্দীপ সরকার, কলকাতা: সিউড়ির সভা থেকে আগামী লোকসভা ভোটের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। এবার দলীয় আলোচনা সভায় আসন্ন পঞ্চায়েত ভোট নিয়েও নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কীভাবে লড়তে হবে সেই উপায়ও বাতলে দিয়েছেন শাহ।


কী বলেছেন অমিত শাহ:
এদিন সিউড়ি সফর সেরে বঙ্গ বিজেপিকে বার্তা অমিত শাহের। তিনি বলেন, 'সংগঠনের জোরেই লড়তে হবে পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত স্তরে ঠিকমতো হিসেব না দেওয়ায় বঞ্চিত সাধারণ মানুষ। মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।'


পঞ্চায়েত ভোটে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের নির্দেশ অমিত শাহের। গত পঞ্চায়েত ভোটে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে প্রবল সন্ত্রাসের অভিযোগ করেছিল বিরোধী দলগুলি। তারপরেও লোকসভা ভোটে ১৮টি আসন পায় বিজেপি। সূত্রের খবর, সেই প্রসঙ্গ তুলে এনেছেন অমিত শাহ। তিনি বলেন, 'গতবার ১৮টি আসন পেয়েছিলাম, এবার বাধা পেলে ৩৮টি পাব।' রাজারহাটে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।



বীরভূমের সভা থেকে একেবারের লোকসভা ভোটের প্রচারের কায়দাতেই অমিত শাহ হুঁশিয়ারি দেন ২০২৪-এর ভোটে বাংলা থেকে বিজেপি ৩৫টি আসনে জিতলেই, ২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে, সবাইকে চমকে দিয়ে বাংলায় বিজেপির আসন সংখ্যা ২ থেকে বেড়ে হয়েছিল ১৮। কিন্তু, ২১-এর বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল, টার্গেট ২০০ পার। শেষ অবধি ৭৭ টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিজেপিকে। দলবদলের জেরে সংখ্যাটা আরও কমে গেছে। যদিও ৭৭ আসন দিয়ে বাংলার মানুষ বিজেপির দায়িত্ব বাড়িয়েছে বলেই বীরভূমের সভা থেকে উল্লেখ করেন অমিত শাহ। পাশাপাশি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেরিয়ে প্রত্যয়ী অমিতের বার্তা, ১৯-এ বাংলার মানুষ বিজেপির সঙ্গে ছিলেন। আগামী চব্বিশের ভোটে আরও বেশি করে মানুষ পাশে থাকবেন বলেই প্রত্যাশা ।


নববর্ষের আগে রাজ্যে এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ (Amit Shah)। অনুব্রত মণ্ডলহীন বীরভূমের সভাতে যে সুর শোনা গিয়েছিল তাঁর মুখেই, সেটাই ফিরে আসে পুজো দেওয়ার পরেও। মায়ের কাছে বিজেপির বাংলায় লোকসভা ভোটে সাফল্য প্রার্থনা করেছেন বলেই জানান বিজেপি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, বীরভূমে মানুষের যে উৎসাহ-উদ্দম দেখেছি, তাতে চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ৩৩-র বেশি আসন পাবে বলেই প্রত্যাশা রাখি। দেশেও ৩০০-র বেশি আসন জিতে ফের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারেরই ক্ষমতায় প্রত্যাবর্তন হবে বলেই প্রত্যাশা ঝরে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। 


আরও পড়ুন:  'মায়ের চরণে প্রার্থনা বাংলায় ৩৩ ও দেশে ৩০০-র বেশি আসন পাক বিজেপি', দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বললেন অমিত শাহ