করুণাময় সিংহ, ইংরেজবাজার: পুরভোটের (Municipal Election 2022) আগে ফের উত্তপ্ত মালদার (Malda) ইংরেজবাজার (English Bazar)। তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) প্রার্থীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। ইংরেজবাজার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ১৪ নম্বর ওয়ার্ডে একে অপরের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের শাসক ও বিরোধী দলের। 


ইংরেজবাজারের ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শম্পা সাহা বসাক। এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী ডলি চৌধুরী। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এর পিছনে হাত রয়েছে বিজেপি-র। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি-র পাল্টা দাবি, তাদের ফ্লেক্স, ব্যানার, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


অন্যদিকে, শনিবার জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বিজেপি ও সিপিএমের ফ্লেক্স-ব্যানার পোড়ানোর অভিযোগ উঠেছে। এই ওয়ার্ডে দলের পতাকা ও ব্যানার খুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী। 


আরও পড়ুন 'নির্দল-কাঁটা' বিজেপিরও, টাকার বিনিময়ে টিকিটের অভিযোগ বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর, খারিজ করল দল


এই ঘটনায় কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি ও সিপিএম। জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামীর অভিযোগ, ‘নির্বাচন কমিশনকে জানানো আর গাছের তলায় দাঁড়িয়ে কথা বলা একই ব্যাপার। ভোট ঠিকমতো হলে বোর্ড গড়তে পারবে না তৃণমূল। শাসক দল ছাড়া এসব কে করবে? জলপাইগুড়ির সব ওয়ার্ডেই এসব হচ্ছে।’


জলপাইগুড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী মৌমিতা সেনের দাবি, ‘ভোটে এই অপসংস্কৃতি আগে দেখিনি। জনগণ সব দেখছে, জনগণ বিচার করবে। আমরা চাই অবাধ ভোট হোক।’


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে জলপাইগুড়ি টাউন ব্লকের তৃণমূল সভাপতি পাল্টা দাবি করেছেন, ‘তৃণমূলের এত সময় নেই যে অন্য দলের ফ্লেক্স-ব্যানার পোড়াবে। আমরা প্রচারে ব্যস্ত। মিথ্যা অভিযোগ করছে বিরোধীরা।’


অন্যদিকে, মালদার ইংরেজবাজারের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শম্পা সাহা বসাকের পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ উছেঠে বিজেপির বিরুদ্ধে। পাল্টা ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ করেছে বিজেপি। 


এছাড়াও পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি-র বিরুদ্ধে ব্যানার ছেঁড়ার অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে, মেদিনীপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যা অস্বীকার করেছে শাসক দল।