করুণাময় সিংহ, মালদা: পুরভোটেও (Malda Municipal Election) টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। এবার এই অভিযোগ তুললেন, পুরাতন মালদার (Old Malda) এক বিক্ষুব্ধ বিজেপি নেতা ও নির্দল প্রার্থী (Rebel BJP Leader and Independent Candidate)। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে গেরুয়া শিবির। ওই পুরসভার মোট চারটি ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা।
বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে তৃণমূল।দলের নির্দেশ সত্ত্বেও ভোটের লড়াই থেকে সরে না আসায়, বহিষ্কার করা হয়েছে অনেককে। উল্টোদিকে বিজেপির পথেও এখনও বিছিয়ে রয়েছে নির্দল-কাঁটা।যেমন পুরাতন মালদা। ২০ ওয়ার্ডের এই পুরসভার চারটি ওয়ার্ডে, টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন চার বিক্ষুব্ধ বিজেপি নেতা। সেই চারটি ওয়ার্ড হল ১, ৪, ১৮ ও ২০।
এর মধ্যে চার নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুজিত বসু, বিজেপির ওয়ার্ড সভাপতি ছিলেন। যাঁর প্রচারে এলাকায় ছেয়ে গেছে ফ্লেক্স।শুধু নির্দল হিসেবে ভোটে লড়া নয়। বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার মতো মারাত্মক অভিযোগও তুলেছেন তিনি। বিক্ষুব্ধ বিজেপি নেতা ও নির্দল প্রার্থী সুজিত বসু বলেছেন, টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ওয়ার্ড কমিটি থেকে নাম পাঠানো হলেও, তাকে গুরুত্ব দেয়নি বিজেপি নেতৃত্ব। তাই পুরভোটে এলাকার মানুষের স্বার্থে নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।
যদিও নির্দল প্রার্থীর এহেন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত বলেছেন, এই অভিযোগ হাস্যকর, রাজ্য নেতৃত্ব যাকে সঠিক মনে করেছে, যে প্রতিদ্বন্দ্বিতা করলে লাভ হবে, তাঁকেই প্রার্থী করেছে। ২-১ জায়গায় বিক্ষুব্ধ আছেন, কথা বলা হচ্ছে। সমস্যা মিটে যাবে।
অন্যদিকে, মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী বলেছেন, এরা মানুষের সঙ্গে থাকে না, কোনও উপকারে লাগে না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতেই ব্যস্ত।
নির্দল কাঁটা সরাতে বহিষ্কারের পথে হাঁটছে তৃণমূল, এখন দেখার দলের অস্বস্তি কাটাতে বিজেপি কী করে...